
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, আছিয়ার ঘটনাকে কেন্দ্র করে একটি মহল নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। তিনি মনে করেন, বর্তমান সরকারের সময়ে জনগণের মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে, যা আগের সরকারে সীমিত ছিল।
ব্যারিস্টার কাজল বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা কথা বলতে পারিনি। কিন্তু ৫ আগস্টের পর নতুন বাংলাদেশে আমরা সবাই কথা বলার স্বাধীনতা পেয়েছি। এখন যেকোনো ঘটনা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে, মানুষ প্রতিবাদ করতে পারছে।”
তিনি উল্লেখ করেন, অতীতের সরকার সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে বলেছিল, “কারো বেডরুম পাহারা দেওয়া সরকারের দায়িত্ব না।” সেই সময় তিন দিনের মধ্যে বিচার হবে বলা হলেও, আজও সেই ঘটনার বিচার হয়নি।
কিন্তু আছিয়ার ঘটনায় সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে, আইন সংশোধন করেছে এবং প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে বলে জানান ব্যারিস্টার কাজল। তবে, এই ঘটনাকে কেন্দ্র করে কিছু গোষ্ঠীর আচরণ ও প্রতিবাদের ধরন দেখে মনে হচ্ছে, তারা মূলত ন্যায়বিচার চায় না; বরং আছিয়ার দুর্ভাগ্যজনক ঘটনা ব্যবহার করে নিজেদের নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে।
আসিফ