
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন এক টকশোতে বাজারদরের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, "শুধু একটা জিনিস খেয়াল করে দেখবেন, টিসিবির ট্রাকগুলো যেখানে আসে সেখানে লাইনটা কত বড় হচ্ছে। বাজার মানুষকে স্বস্তি দিয়েছে না বাজার মানুষকে শাস্তি দিচ্ছে? এটা শুধু টিসিবির ট্রাকের পিছনের লাইনটা দেখলেই বুঝবো।"
তিনি আরও বলেন, "আমরা মনে করি এই জায়গায় অন্তত সরকারের ভূমিকা পালন করা দরকার, যে যে পণ্যগুলো আমাদের সংরক্ষণ করে রাখা যায়, সেই পণ্যগুলো কেন রোজার নামে, ঈদের নামে, পূজার নামে সেগুলো বাড়ানো হয়?"
অনুষ্ঠানে রাজেকুজ্জামান রতন বলেন, "মানুষের তো দীর্ঘদিনের আকাঙ্ক্ষা তারা অর্থনৈতিকভাবে মুক্তি পাবে। তারা উৎপাদন করে, উৎপাদনটা বন্টন যেন সুষমভাবে হয়। তারা শ্রম দেবে, তারপরে যে মজুরি পাবে, সে মজুরি দিয়ে তাদের জীবনটা যেন তারা ভালোভাবে নির্বাহ করতে পারে।"
তিনি বলেন, "আমাদের দেশে কাজ করে গরীব মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে।" এসময় তিনি বাজার নিয়ন্ত্রণ এবং সিজনাল পণ্যের দাম নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, "ফাল্গুন মাস শেষ হয়ে যাচ্ছে, চৈত্র মাস আসছে। এই সময়ে বাজারে কোনো সবজির দাম কম থাকে। তবে, সিজনাল পণ্যগুলো ছাড়া, ব্যবসায়ীদের কাছে যেসব পণ্য রয়েছে, সেগুলোর দাম কমে না।"
রাজেকুজ্জামান রতন বলেন, "গত কয়েকদিন আগেই তো বলল যে আমাদের মুদ্রাস্ফীতি কিন্তু এখনো দুই ডিজিটের নিচে নামে নাই, কিন্তু মানুষের আয় সরকারি হিসেবে পাঁচ শতাংশ বা ছয় শতাংশের বেশি আয় বাড়ে নাই।" তিনি আরও বলেন, "কর্মপ্রত্যাশী মানুষের ভিড় কিরকম বেড়েছে, কাজ কি এই সময়ের মধ্যে নতুন কোনো কর্মসংস্থান হয়েছে? বরঞ্চ কিছু ক্ষেত্র সংকুচিত হয়েছে।"
তিনি উল্লেখ করেন, "বাজার এখন মানুষের জন্য শাস্তি হয়ে দাঁড়িয়েছে। টিসিবির ট্রাকের পিছনের লাইনটা দেখলেই বুঝবো, বাজারের পরিস্থিতি কতটা অস্থিতিশীল।" তিনি জোর দিয়ে বলেন, "সরকারের ভূমিকা এখানে খুব গুরুত্বপূর্ণ, বিশেষত পণ্যগুলোর সংরক্ষণ এবং সঠিক বাজার মনিটরিং প্রয়োজন।"
রাজেকুজ্জামান রতন বলেন, "আমরা মনে করি সরকারের একটা ভূমিকা রাখা দরকার ছিল। অন্তত বাজার মনিটরিং করা দরকার ছিল। এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কী কী কাজ করবে, সেটা মানুষ অপেক্ষায় আছে। কিন্তু প্রতিদিন সংসার চালাতে গিয়ে বিড়ম্বনার মধ্যে আছে। সরকার যদি তাদেরকে একটু স্বস্তি দেয়, মানুষ বলবে যে, অভ্যুত্থানের এত বড় একটা বিজয়ের পরে অন্তত আমার ঘরে এতটুকু স্বস্তি আমি পেয়েছি।"
সূত্র:https://tinyurl.com/yckdcars
আফরোজা