
ছবিঃ সংগৃহীত
সরকারের কাছ থেকে কোনো দুই নম্বর সুবিধা নেইনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অভ্যুত্থানের ৭ মাসে আমি সচিবালয়ে গিয়ে কয়জন উপদেষ্টার সাথে কথা বলেছি বা কয়জনের বাসায় গেছি আর নুর ভাইদের কলেজের আহবায়করা কয়বার গিয়েছে সেইটার হিসাব করা হোক সিসিটিভি ক্যামেরা দেখে। তাহলে বুঝা যাবে যে, এই সরকারকে কয়ভাবে বিক্রি করা হইতেছে। আমি এখানে স্পষ্ট করে বলতেছি, সরকারের থেকে কোন দুই নাম্বার সুবিধা নেই নাই। দেখা গেছে বিতর্কিত করার জন্য, নিজেদের অপরাধ ঢাকার জন্য অন্যদের উপর দায় চাপিয়ে দেয়ার যে চেষ্টা এটা ভালো না।
হান্নান মাসউদ বলেন, হলের নেতা ছিলাম, এখন আর বড় কিছু হওয়া যাবে না। সবসময় আন্ডারমাইন করে রাখার চেষ্টা। অভ্যুত্থানেরও দেড় বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২৬ জন কমিটির ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছে। নীতির কথা বলতে পারেন, একই সাথে ছাত্র অধিকার পরিষদের সভাপতি-সেক্রেটারিকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য বানিয়ে নেয়া হইছে।
রিফাত