ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

বাজারে কিছুটা স্বস্তি, তবে চালের দামে অস্থিরতা: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত: ০২:৩১, ২০ মার্চ ২০২৫

বাজারে কিছুটা স্বস্তি, তবে চালের দামে অস্থিরতা: বাণিজ্য উপদেষ্টা

ছবিঃ সংগৃহীত

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর বাংলাদেশের সামনে নানামুখী চ্যালেঞ্জ থাকলেও সুযোগ আরও বেশি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। সোমবার সকালে এফবিসিআই-এর আয়োজিত এক সেমিনারে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সেমিনারে ব্যবসায়ী নেতারা জানান, পরিবর্তিত বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের বিকল্প নেই। পাশাপাশি, আমদানির চেয়ে রপ্তানি বাড়াতে সরকারের কাছ থেকে নীতিগত সহায়তা চান তারা।

বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করায় বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে মূল্যস্ফীতির কারণে এখনো কিছু কিছু পণ্যের ক্ষেত্রে অস্বস্তি রয়েছে, বিশেষ করে চালের দাম একটি বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন,
"আমরা দেখতে পাচ্ছি, চালের মূল্য এখনো একটি সমস্যা। মূল্যস্ফীতি সূচকের (ইনফ্লেশন ইন্ডেক্স) মধ্যে চালের ওজন অন্যতম বেশি। আমি গতকালও খাদ্য উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, এবং চেষ্টা করছি কীভাবে সরবরাহ ব্যবস্থার উন্নতি করা যায়।"

সূত্রঃ https://www.youtube.com/watch?v=OeQ8qa44NAM

ইমরান

×