ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

বাঙালি সহ সকল জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনে সরকারের ঐতিহাসিক উদ্যোগ

প্রকাশিত: ০১:৪৬, ২০ মার্চ ২০২৫

বাঙালি সহ সকল জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনে সরকারের ঐতিহাসিক উদ্যোগ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো বাংলাদেশে জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করেছে।

এ বছর বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক নববর্ষ শোভাযাত্রার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আইন উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তার পোস্ট অনুযায়ী, নববর্ষ উদযাপনের এই উদ্যোগ দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতির প্রতিচিত্র হিসেবে কাজ করবে।


 

আসিফ

আরো পড়ুন  

×