ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ফিলিস্তিনের পাশে এনসিপিঃ হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত: ০১:৩৭, ২০ মার্চ ২০২৫; আপডেট: ০১:৫১, ২০ মার্চ ২০২৫

ফিলিস্তিনের পাশে এনসিপিঃ হাসনাত আবদুল্লাহ

ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের সাম্প্রতিক মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন—"ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধের নিন্দা জানিয়ে ফিলিস্তিনের পাশে আছে এনসিপি"

এনসিপি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ফিলিস্তিনের জনগণের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা এবং ইসরায়েলের নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এনসিপি মনে করে, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত দমন-পীড়ন রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে তৎপর হতে হবে এবং অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

ইমরান

আরো পড়ুন  

×