ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ভুয়া তথ্যে অর্থনীতিতে চোরাবালি সৃষ্টি করেছিল ফ্যাসিস্ট সরকার: আব্দুল হক

প্রকাশিত: ০১:২১, ২০ মার্চ ২০২৫; আপডেট: ০১:২২, ২০ মার্চ ২০২৫

ভুয়া তথ্যে অর্থনীতিতে চোরাবালি সৃষ্টি করেছিল ফ্যাসিস্ট সরকার: আব্দুল হক

ছবিঃ সংগৃহীত

ভুয়া তথ্যে অর্থনীতিতে চোরাবালি সৃষ্টি করেছিল ফ্যাসিস্ট সরকার বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই এর সাবেক পরিচালক আব্দুল হক। একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে তিনি এ কথা বলেন।

আব্দুল হক বলেন, আমাদের এখানে পরিসংখ্যানের ভিত্তিতে যে তথ্য দেখিয়েছিল আগের সরকার ট্রাডিশনালি, তার ভিতর অনেক ফাঁকফোকর আছে। গ্রোথ দেখানোর জন্য তারা যেসব কৌশল নিয়েছিল যে, অর্থনৈতিক প্রবৃদ্ধিই একমাত্র লক্ষ্য। এটা করতে গিয়ে অনেক রকমের ভুয়া ও মিথ্যা তথ্য দিয়ে ফুলিয়েফাপিয়ে সবটা দেখিয়ে নিজেরাই একটা চোরাবালি তৈরি করেছে অর্থনীতিতে।  

তিনি বলেন, কতগুলো বিদ্যুৎ প্ল্যান্ট করা হয়েছে কমার্শিয়াল লোন নিয়ে। আন্তর্জাতিক কম্পিটিশন ছাড়া এমন কতগুলো করা হয়েছে যাদের কাছে এই দেশ নিরাপদ না অথচ বিলিয়নস অফ ডলার দেয়া হয়েছে তাদেরকে। তারা সিঙ্গাপুরে অফিস খুলে এই দেশে ব্যবসা করেছে, এর ফল ভোগ করতে হচ্ছে জনগণকে। 

তিনি আরো বলেন, এখনকার যারা নেতা তাদের উচিত ছিল জনগণের কাছে এগুলো ব্যাপকভাবে তুলে ধরা। এখানে যা হয় সবকিছু সীমিত আয়ের মানুষের উপর দিয়ে যায়। এত বড় বড় আবাসন হয়, সবকিছু হয় অবস্থাশালীদের জন্য। এরা আবার এগুলো বিক্রি করে চলে যায়। এটা শুধু বাংলাদেশেই সম্ভব। ভারতে কিন্ত প্লট পেলে বিক্রি করা যায় না।

 

সূত্রঃ https://youtu.be/iO6R0hKWQj4?si=ZkJm65IDeSTTGZZS

রিফাত

×