ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ট্রাম্পকে পাগল ভাবলে ভুল হবে: ববি হাজ্জাজ

প্রকাশিত: ০০:৪১, ২০ মার্চ ২০২৫

ট্রাম্পকে পাগল ভাবলে ভুল হবে: ববি হাজ্জাজ

যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি নিয়ে সম্প্রতি এক টকশোতে মন্তব্য করেন ববি হাজ্জাজ।ববি হাজ্জাজ যুক্তরাষ্ট্রের বর্তমান বিদেশনীতির সম্পর্কে মন্তব্য করে বলেন, বড় দাগে যুক্তরাষ্ট্রের ফরেন পলিসিতে আসলে বাংলাদেশ এখন বড়ভাবে ফিচার করে না।


ববি হাজ্জাজ বলেন,ওভারঅল যুক্তরাষ্ট্রের ফরেন পলিসিতে- ট্রাম্প সাহেব হোয়াইট হাউজে আসার পর ট্রাম্প সাহেবের ক্লোজ যারা আছেন ব্যবসায়িক মহলে,তাদের ফাইনান্সিয়াল নিডস বেসড হয়তো ফরেন পলিসিতে যাচ্ছেন।


ববি হাজ্জাজ আরও মন্তব্য করেন,একটা জিনিস হয়তো আমি এডিশনাল একটা কথা বলব যে, ট্রাম্প সাহেবকে পাগল হিসেবে চিন্তা করলে একটু ভুল হবে। কারণ তাঁর নিডস গুলো বা তাঁর ক্লোজ যারা আছেন ,ইলন মাস্ক বলেন বা যেটাই বলেন, এই নিড গুলো চিন্তা করেই হয়তো তাঁরা কাজ করছে।যেটা হয়তো তাদের লাভ, পুরো বিশ্বের হয়তো অত বড় লাভ না।”


সূত্র:https://tinyurl.com/3tvbdnnr

আফরোজা

আরো পড়ুন  

×