ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

তুলসী গ্যাবার্ডের সাথে কি কথা হয়েছিলো ববি হাজ্জাজের? পুরোনো সাক্ষাতের কথা জানালেন বিস্তারিত

প্রকাশিত: ০০:১০, ২০ মার্চ ২০২৫; আপডেট: ০০:১১, ২০ মার্চ ২০২৫

তুলসী গ্যাবার্ডের সাথে কি কথা হয়েছিলো ববি হাজ্জাজের? পুরোনো সাক্ষাতের কথা জানালেন বিস্তারিত

সম্প্রতি এক টকশোতে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের সাথে পুরোনো সাক্ষাতের কথা উল্লেখ করেন ববি হাজ্জাজ।ববি হাজ্জাজ জানান, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড এর সঙ্গে দেখা হয়েছিল ববি হাজ্জাজের।সেই মিটিংহয় ২০১৩ সালে ,যখন  তুলসী গ্যাবার্ড কংগ্রেসে ছিল অর্থাৎ হাউজ রিপ্রেজেন্টে ছিলো।

ববি হাজ্জাজ টকশােতে বলেন,“২০১৩ সালে তুলসির সাথে আমার ফার্স্ট মিটিং হয়। তখন ও কংগ্রেসে ছিল আর কি। হাউজে রিপ্রেজেন্টে ছিল।”
 

তিনি আরও বলেন, “আমাদের আলোচনার কিছুক্ষণ পর, তুলসী গ্যাবার্ড আমাকে একটি কঠিন প্রশ্ন করেছিলেন। সে বলেছিল, ‘তুমি তো নরমাল মুসলমানদের মতো নও।’ তখন আমি একটু অবাক হয়ে তাকে শক্তভাবে প্রশ্ন করলাম, ‘এইভাবে একটা কংগ্রেসওম্যান আমাকে এমন প্রশ্ন করবে? ‘হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট?’

 

ববি হাজ্জাজ তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “তখন তুলসী গ্যাবার্ড বুঝাতে চেষ্টা করেছিল যে, মুসলমান মানে কঠোরপন্থী, মৌলবাদী-এই ধরনের কিছু ভাবনা।
এর পর থেকেই আমি বুঝতে পেরেছিলাম, সে মুসলমানদের সম্পর্কে কীভাবে চিন্তা করে। একই সঙ্গে, আমরা জানি যে, যুক্তরাষ্ট্রের সরকার এবং মিডিয়া বিশেষ করে আওয়ামী লীগের বিষয়ে যে চিত্র তৈরি করার চেষ্টা করেছে, তারও অংশ ছিল এই দৃষ্টিভঙ্গি।”


ববি হাজ্জাজ বলেন,“বহির্বিশ্বে, স্পেশালি যুক্তরাষ্ট্রের সরকার এবং মিডিয়ায় আওয়ামী লীগ যে চিত্রটা তৈরি করতে চেষ্টা করেছিল, যে আওয়ামী লীগ না থাকলে মৌলবাদী এবং টেরোরিস্টদের হাতে এই দেশ চলে যাবে-এইটার অংশ হিসেবে কিন্তু তারা তুলসী গ্যাবার্ডের সাথে অনেক উঠাবসা করেছে এরপরে যেয়ে।
তুলসী গ্যাবার্ড, ওটার একটা অংশ একভাবে। একই সাথে,হিন্দুত্ববাদের যেটা, এগুলোর একটা অংশ।”


সূত্র:https://tinyurl.com/3tvbdnnr

আফরোজা

আরো পড়ুন  

×