ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

হাতজোড় করে প্রধান উপদেষ্টার কাছে যা চাইলেন অনন্ত জলিল!

প্রকাশিত: ০০:০১, ২০ মার্চ ২০২৫; আপডেট: ০২:৩৭, ২০ মার্চ ২০২৫

হাতজোড় করে প্রধান উপদেষ্টার কাছে যা চাইলেন অনন্ত জলিল!

ছবিঃ সংগৃহীত

চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, হাতজোড় করে অনুরোধ করছি প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছে তাদের কাছে। আপনারা আমাদের জন্য কী করেছেন? আপনারা একবার চিন্তা করেছেন যে, ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই দেশের অর্থনীতির অবস্থা কী হবে।

অনন্ত বলেন, আমাদের প্রধান উপদেষ্টা প্রবাসীদের ১২-১৪% রেমিট্যান্স আসার কারণে যেই সম্মান দিয়েছে এয়ারপোর্টে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে, যারা ৮৪% রেমিট্যান্স এনে দিচ্ছে তাদের জন্য কী করছেন। 

গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কী করেছেন। আমরা সবাই আশা করেছিলাম এট লিস্ট ঈদের সময় একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে। শ্রমিকদেরকে ফেব্রুয়ারির বেতন দিতে হবে, মার্চ মাসের অর্ধেক বেতন দিতে হবে আবার বোনাস দিতে হবে। 

এই ব্যবসায়ী বলেন, একটা গার্মেন্টস মালিক কই থেকে এই ৩টা জিনিস একসাথে পাবে। গার্মেন্টস মালিকরা মুখটা চুপ রেখে গার্মেন্টস বন্ধ করে চলে যাচ্ছে। আপনারা তো একবারও চিন্তা করলেন না, এগুলো বন্ধ করে চলে গেলে এই দেশের অর্থনীতির অবস্থা কী হবে, এই দেশের কর্মসংস্থানের অবস্থা কী হবে, এই শ্রমিক লিডাররা কয়েকজন মিলে এই দেশ চালাতে পারবে? না তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে? সবাই গার্মেন্টস বন্ধ করে চলে যাচ্ছে, আমি সেটা না করে প্রতিবাদ জানাচ্ছি, বাংলাদেশে গার্মেন্টস সেক্টর থাকতে হবে, না হলে এই দেশ চলার মত অবস্থা নাই।

 

সূত্রঃ https://youtu.be/boI9HMqBM4k?si=rQYOWkOB7cV5gRqO

রিফাত

×