ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

তুলসি গ্যাবার্ড সম্পর্কে যে গোপন তথ্য দিলেন ব্যারিস্টার ফুয়াদ

প্রকাশিত: ২৩:৪৮, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ০৩:৩৯, ২০ মার্চ ২০২৫

তুলসি গ্যাবার্ড সম্পর্কে যে গোপন তথ্য দিলেন ব্যারিস্টার ফুয়াদ

ছবিঃ সংগৃহীত

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সময় টিভির নিয়মিত আলোচনা অনুষ্ঠান ‘সম্পাদকীয়’তে মার্কিন রাজনীতিবিদ তুলসি গ্যাবার্ড সম্পর্কে বেশ কিছু চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কয়েকটি দেশে সফরের অংশ হিসেবে তুলসি গ্যাবার্ড সম্প্রতি ভারতে এসেছেন। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আনেন। তবে, তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, প্রথমেই তুলসি গ্যাবার্ডকে চেনা দরকার—তিনি আসলে কে? গ্যাবার্ডের জন্ম হয়েছে এক মিশ্র পরিবারে। তার পিতৃপক্ষ একজন আমেরিকান শ্বেতাঙ্গ হলেও মাতৃপক্ষ সামোয়া আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তার মা হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছিলেন এবং সন্তানদের হিন্দু ধর্মীয় মূল্যবোধে বড় করেছেন। ছোটবেলা থেকেই তুলসি ও তার ভাইবোনদের ইসকন (ISKCON) তথা হরে কৃষ্ণ আন্দোলনের সঙ্গে যুক্ত করা হয়েছিল এবং গীতার শিক্ষায় বেড়ে ওঠা নিশ্চিত করা হয়েছিল।

ব্যারিস্টার ফুয়াদের মতে, পশ্চিমা বিশ্বের সেক্যুলার সমাজে বসবাসের ফলে অনেকেই আধ্যাত্মিকতা থেকে দূরে থাকেন। তবে কেউ ধর্ম গ্রহণ করলে তারা অত্যন্ত আন্তরিকভাবে তা অনুসরণ করেন। বর্তমানে পশ্চিমা বিশ্বে ইসলাম ধর্মগ্রহণের হার সবচেয়ে বেশি, আর নতুন ধর্মান্তরিত মুসলিমরা সাধারণত জন্মগত মুসলিমদের তুলনায় বেশি আগ্রহ ও নিষ্ঠা দেখান। একইভাবে, গ্যাবার্ডও হিন্দু ধর্ম ও গীতার শিক্ষাকে গভীরভাবে আত্মস্থ করেছেন।

প্রথমদিকে তুলসি গ্যাবার্ড ডেমোক্রেটিক পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ২০২২ সালে তিনি রিপাবলিকান পার্টিতে যোগ দেন। তার সামরিক পটভূমিও উল্লেখযোগ্য—তিনি ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করেছেন। ব্যারিস্টার ফুয়াদের মতে, তার রাজনৈতিক ও সামরিক জীবনযাত্রা তাকে মুসলিমবিদ্বেষী মনোভাবের দিকে ঠেলে দিয়েছে।

ওয়ার অন টেররের সময় যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী মুসলিম দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তখন গ্যাবার্ডও সেই অবস্থানের সমর্থক ছিলেন। তার এই মুসলিমবিদ্বেষী মনোভাবের কারণে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। বিশেষত, হেফাজতে ইসলাম ও অন্যান্য ইসলামিক রাজনৈতিক সংগঠনের ওপর এর বিরূপ প্রভাব লক্ষ্য করা গেছে।

ব্যারিস্টার ফুয়াদ দাবি করেন, তুলসি গ্যাবার্ডের নির্বাচনী প্রচারণায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। তার হিন্দুত্ববাদী আদর্শের কারণে বিজেপির সমর্থন পাওয়া স্বাভাবিক। এ কারণেই তিনি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়ে থাকেন।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=dYEOljh3qEI

ইমরান

আরো পড়ুন  

×