ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

তোমরা লিড দিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো, এখন খুলতে পারো না: অনন্ত জলিল

প্রকাশিত: ২৩:২১, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ২৩:২২, ১৯ মার্চ ২০২৫

তোমরা লিড দিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো, এখন খুলতে পারো না: অনন্ত জলিল

অনন্ত জলিল

তোমরা লিড দিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো, কিন্তু এখন খুলতে পারো না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিল। 

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অনন্ত জলিল বলেন, “কিছুদিন আগে শ্রমিক নেতাদের বক্তৃতা শুনলাম যে বন্ধ ইন্ডাস্ট্রি গুলো খুলে দিতে হবে। কিন্তু এখন কেনো গার্মেন্টস মালিকরা ইন্ডাস্ট্রি খুলে দিবে? একটি ইন্ডাস্ট্রি বানাতে পারো না, বানিয়ে তাদের চাকরি দাও যদি পারো।”

অনন্ত জলিল আরও বলেন, “আজকে যদি আমি আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করে দিই, তাহলে ১২ হাজার লোক চাকরি হারাবে। আর এর সাথে যুক্ত আছেন আরও ১২ লাখ মানুষ। ব্যাংক, ইনশুরেন্স, মোবাইল কোম্পানি, এমনকি হাঁড়ি-পাতিল থেকে পোশাক পর্যন্ত সব কিছু গার্মেন্টস শিল্পের সাথে জড়িত।”

আশিক

×