
ছবি: সংগৃহীত
বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীদের ধরতে সাঁড়াশি অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ।
বুধবার (১৯ মার্চ) রাত ১ টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দিনের নেতৃত্বে মামলায় অধিভুক্ত ডাকাতি প্রস্তুতি মামলায় ২ জনকে নিউমার্কেটের ৪ নং গেটের সামনে থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন খোরশেদ আলম ফালান (২৫) ও মোঃ ইমন (২৫)।
এছাড়া, অপর একটি অভিযানে চাকর কর্তৃক চুরি মামলার আসামী মোঃ সাইফুল ইসলাম (২৭) কে রাত ৩ টায় নিউমার্কেট থানাধীন সুবাস্তু এ্যারোমার সামনে থেকে গ্রেফতার করেন নিউমার্কেট থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ সাগর ।
এর আগে অপর একটি মামলায় ১৮ মার্চ রাতে মিঠামইন থানার অফিসার ইনচার্জ কর্তৃক কিশোরগঞ্জ জেলার সিআর মামলা নং-৩৯৮(১)২২, ধারা-এনআই, এক্ট-১৩৮ ধারার আসামী মোঃ মাহবুবুল আলম ওরফে মাহাবুব (৪০) কে গাউছুল আজম সুপার মার্কেটের সামনে থেকে গ্রেফতার করেন নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান।
এ বিষয়ে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ মোহসীন উদ্দীন বলেন, আমরা অপরাধীদের ধরতে বিভিন্ন সময় অভিযান চালাচ্ছি। এর আগেও আমরা বিশেষ বিশেষ অভিযান চালিয়েছি, ভবিষ্যতেও চালাবো। এসব আসামীকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।
আবীর