ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

মীরসরাইয়ে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও গণ ইফতার অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৩৫, ১৯ মার্চ ২০২৫

মীরসরাইয়ে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও গণ ইফতার অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও গণ ইফতার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেলে বারইয়ারহাট কলেজ মাঠে উপজেলার ১নং করেরহাট, ২নং হিঙ্গুলী, ৪নং ধুম ইউনিয়ন ও বারইয়ারহাট পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজির সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন ও ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবা উল আলমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর, চট্টগ্রাম উত্তরজেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল প্রমুখ। এসময় জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, "আমাদের লক্ষ্য জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় এনে জনগণের সেবা করা। তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন চরম সংকটময়। জাতীয়তাবাদী শক্তি ও ইসলামী মূল্যবোধকে দুর্বল করতে একটি মহল সক্রিয় রয়েছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন স্বৈরাচারী সরকার আবার ক্ষমতায় আসতে না পারে।"

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা আসন্ন রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সুসংগঠিত থাকার আহ্বান জানান।

আবীর

×