
দেশের লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।
বুধবার (১৯ মার্চ) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলা থেকে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দিনা ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ চলমান থাকায় এ যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া আন্তঃজেলার বাসগুলো ছাড়াও কুমিল্লা থেকে বিভিন্ন উপজেলায় চলাচলকারী, একতা পরিবহন, পাপিয়া পরিবহন, সততা পরিবহনসহ বেশ কিছু বাসের চালকরা মহাসড়কে যত্রতত্র পার্কিং করে যাত্রী ওঠানামা করেন। বিশেষ করে চান্দিনা এলাকায় সড়কে যাত্রীর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। এর ফলে ছোট আকারে যানের জটলা বাঁধে। কিন্তু যখন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, তখন ধীরে ধীরে যানজটের সৃষ্টি হয়ে তার আকার বাড়তে থাকে।
এরই অংশ হিসেবে আজ চান্দিনা থেকে মাধাইয়া অতিক্রম করে দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত যানজটের বিস্তার ঘটেছে। যানজটে বসে থাকা বেশ কয়েকজন যাত্রী বলেন, ‘একে তো রোজা, তার ওপর তীব্র গরম। আবার পড়েছি লম্বা জ্যামে আটকা। এখন অবস্থাটা কী বুঝতে পারছেন?’
তারা আরও বলেন, আমরা একটি যানজটমুক্ত নিরাপদ সড়ক চাই। যানজট নিরসনে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বলেন, আমরা মহাসড়ককে যানজটমুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি। যত্রতত্র পার্কিং করা বাসের বিরুদ্ধে মামলা দিচ্ছি।
তিনি আরও বলেন, যানজট নিরসনে শুধু পুলিশ নয়, সবার এগিয়ে আসতে হবে। একটি সমন্বিত প্রচেষ্টায় যানজটমুক্ত মহাসড়ক উপহার দেওয়া সম্ভব।
শামীম/মেহেদী হাসান