ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের প্রস্তাবনা: স্থানীয় সরকার সংস্কারে জরুরি পদক্ষেপ

প্রকাশিত: ২১:০৯, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ২১:১০, ১৯ মার্চ ২০২৫

গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের প্রস্তাবনা: স্থানীয় সরকার সংস্কারে জরুরি পদক্ষেপ

ছবি: দৈনিক জনকণ্ঠ

ওয়ার্ডভিত্তিক সদস্য বা কাউন্সিলরদের ভোটে চেয়ারম্যান-মেয়র নির্বাচন করা হলে দলীয় রাজনীতির মতো এখানে পক্ষ বা উপদল সৃষ্টি হতে পারে, যার ফলে একটি দুর্বল পরিষদ গঠন হতে পারে এবং ভোট কেনা-বেচার সুযোগ তৈরি হবে।

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন গভার্নেন্স অ্যাডভোকেসি ফোরামের সমন্বয়কারী ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী।

বাংলাদেশের সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জন-আকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার’ শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গভার্নেন্স অ্যাডভোকেসি ফোরাম ও ইউএনডিপি।

সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে নিজেদের পর্যালোচনা তুলে ধরে মহসিন আলী লিখিত বক্তব্যে বলেন, "সংসদীয় ব্যবস্থার আদলে মন্ত্রিপরিষদ, স্পিকার ও বিরোধী দলের নেতা নির্বাচন করার প্রস্তাব স্থানীয় সরকারের জন্য বাস্তবসম্মত কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।"

তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার প্রধান চ্যালেঞ্জগুলো হলো—প্রাতিষ্ঠানিক দুর্বলতা, ক্ষমতার অতিকেন্দ্রীকরণ, আর্থিক সীমাবদ্ধতা, স্বচ্ছতার অভাব, দুর্নীতি, রাজনৈতিক হস্তক্ষেপ এবং সীমিত সামাজিক ও জেন্ডার অন্তর্ভুক্তি। এসব চ্যালেঞ্জের মোকাবিলায় তাদের প্রস্তাবনা হলো:

  • ইউপি, পৌরসভা ও সিটি করপোরেশনে ওয়ার্ডের সংখ্যা জনসংখ্যার অনুপাতে বৃদ্ধি বা পুণনির্ধারণ
  • উপজেলা পরিষদে সংসদ সদস্যদের উপদেষ্টা ভূমিকা বাতিল
  • জেলা প্রশাসকের কার্যালয়কে ‘জেলা পরিষদ কার্যালয়ে’ রূপান্তর
  • স্থানীয় সরকার ক্যাডার সার্ভিস চালু
  • নির্দলীয় ভিত্তিতে নির্বাচন আয়োজন
  • পার্বত্য আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদে সরাসরি নির্বাচনের ব্যবস্থা এবং এক-তৃতীয়াংশ আসনে ঘূর্ণায়মান পদ্ধতিতে নারী প্রতিনিধিদের নির্বাচন
  • জাতীয় বাজেটে স্থানীয় সরকারের জন্য নির্দিষ্ট বাজেট বণ্টন কাঠামো প্রবর্তন
  • ই-গভর্নেন্স ব্যবস্থা ও ওয়েবভিত্তিক মনিটরিং সিস্টেমের প্রচলন
  • কমিটিগুলোর সদস্যপদে বিভিন্ন শ্রেণি-পেশা, লিঙ্গ, বয়স, প্রতিবন্ধী ও জাতিগত প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ

ফোরাম স্থানীয় সরকারের কার্যক্রম শক্তিশালী করতে একটি "স্থায়ী স্থানীয় সরকার কমিশন" গঠনের প্রস্তাবও দিয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন এনআরডিএসের নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, মিডিয়া প্রফেশনাল গ্রুপের নির্বাহী পরিচালক সমর রায়, শিল্ডের নির্বাহী পরিচালক মো. মাহবুব আলম ফিরোজ, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ মহসিন কবীর, ডেমোক্রেসি ওয়াচের কর্মসূচি পরিচালক ফিরোজ নুরুন নবী যুগল এবং নারীপক্ষের সদস্য রওশন আরা।

শিহাব

×