ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

বাবাকে পাঠালেন রিহ্যাবে ও সৎমাকে জেলে, শাওনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সাংবাদিক ইলিয়াসের

প্রকাশিত: ২০:৪৭, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ২০:৫২, ১৯ মার্চ ২০২৫

বাবাকে পাঠালেন রিহ্যাবে ও সৎমাকে জেলে, শাওনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সাংবাদিক ইলিয়াসের

ছবি: সংগৃহীত

সম্প্রতি আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করেছেন, বাংলাদেশের জনপ্রিয় লেখক প্রয়াত হুমায়ূন আহমেদ দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন তার ভাই-বোনেরা মিলে তাদের বাবা ইঞ্জি. মোহাম্মদ আলীকে মাদকাসক্তির মিথ্যা অভিযোগ এনে ৮০ বছর বয়সে নির্মমভাবে মারধর করে রিহ্যাবে পাঠিয়েছে।

শাওনের চেয়েও ১৫ বছরের ছোট একটি মেয়েকে দ্বিতীয়বার বিয়ে করার কারণে শাওন তার বাবার ওপর চটেছিলেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক ইলিয়াস।

গত ১৭ মার্চ নিজের ইউটিউব চ্যানেলে 'বাবাকে মাঝেমধ্যেই পেটান শাওন ও তার মাদকাসক্ত ছেলে, সাথে যোগ দেন মা ও ২ বোন' শিরোনামে একটি প্রতিবেদন আপলোড করেন ইলিয়াস।

প্রতিবেদনে ইলিয়াস দাবি করেন, শাওনের বাবা দ্বিতীয় বিয়ে করার পর শাওন ও তার ভাই-বোনরা মিলে বাবা দিয়েছেন রিহ্যাবে আর তার দ্বিতীয় স্ত্রীকে পাঠিয়েছেন জেলে।

ইলিয়াসের প্রতিবেদনে উল্লেখ করেন, ২০২৪ সালের শুরুর দিকে একাকিত্ব দূর করতে শাওনের বাবা একটি ম্যারেজ মিডিয়ায় কম বয়সী সুন্দরী মেয়েকে বিয়ে করতে আগ্রহী জানিয়ে একটি বিজ্ঞাপন দেন। সেই বিজ্ঞাপনে সাড়া দেন ২৮ বছর বয়সী নিশি নামের এক নারী, যার আগে ডিভোর্স হয়েছিল। এরপর মিডিয়ার মাধ্যমেই দেখা হয়, একপর্যায়ে কথা পাকাপাকি হলে তাদের বিয়ে হয়।

কিন্তু এই বিয়ের ঘটনা জানার পর থেকেই নিজের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর উপর শারীরিক এবং মানসিক নির্যাতন এবং দ্বিতীয় স্ত্রী নিশিকে ক্ষমতার প্রভাব খাটিয়ে শাওন এবং তার অন্যান্য ভাই-বোনেরা ছয় মাসের জেলে পাঠায় বলে অভিযোগ করেছেন ইলিয়াস।

ইলিয়াস তার প্রতিবেদনে উল্লেখ করেন, হাসিনা সরকারের পতনের পর শাওনের বাবার দ্বিতীয় স্ত্রী জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে স্বামীর খোঁজে শাওনদের বাড়ি যান। কিন্তু শাওন তখন তার বাড়ির দারোয়ানকে দিয়ে নিশিকে ধর্ষণ করিয়ে দেওয়ার হুমকি দেন।

সাংবাদিক ইলিয়াস হোসেনের এই অনুসন্ধানী রিপোর্ট বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। নেটিজেনরা নানা রকম মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন, নিজের বাবার বয়সী বান্ধবীর বাবাকে বিয়ে করার কর্মফল এত দিনে পাচ্ছে শাওন। আবার কেউ প্রশ্ন তুলছেন, হুমায়ূন আহমেদের মেয়ে শিলা আহমেদ যদি বান্ধবীর সঙ্গে বাবার বিয়ে মুখ বুঝে মেনে নিতে পারে, তাহলে শাওনের সমস্যা কোথায়?

 

সূত্র:  https://www.youtube.com/watch?v=18O9vNGrsbc

        https://www.youtube.com/watch?v=ASs7ZYsPJUk

রাকিব

×