ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

আব্দুস সোবহানের টাকা পাচার ও সালমানের ঋণ জালিয়াতি নিয়ে কী ব্যবস্থা নিচ্ছে দুদক?

প্রকাশিত: ১৭:৫৮, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ১৮:০২, ১৯ মার্চ ২০২৫

আব্দুস সোবহানের টাকা পাচার ও সালমানের ঋণ জালিয়াতি নিয়ে কী ব্যবস্থা নিচ্ছে দুদক?

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সুবহান মিয়া ওরফে গোলাপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি মামলা রুজু করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি মাদারীপুর-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে নয়টি ফ্ল্যাট এবং বাড়িসহ অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন জানিয়েছেন, গোলাপের বিরুদ্ধে ৬৮ কোটি ৩২ লক্ষ ৭৫ হাজার টাকার বেশি মূল্যের ঘাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও ৫১টি ব্যাংক হিসাবে ৯৭ কোটি ৬৩ লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে।

গোলাপের নিউইয়র্কের কুইন্সে নয়টি ফ্ল্যাট এবং বাড়ির মূল্যমান বাংলাদেশি মুদ্রায় ৩২ কোটি টাকা। এর মধ্যে স্থাবর সম্পদের মূল্য ৩২,৩৪,২৭,৯৬০ টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ ৩৭ কোটি ১৬ লক্ষ টাকারও বেশি। এছাড়া, গোলাপের নামে অস্বাভাবিক লেনদেনের পরিমাণ ৯৭ কোটি ৬৩ লক্ষ ২৩ হাজার ৩৮৮ টাকা।

আইএফআইসি ব্যাংক পিএলসি কর্তৃক ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে ২৩৭৫ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে এই অনুসন্ধানটি চলমান রয়েছে। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য চারজন সংশ্লিষ্ট ব্যক্তিকে ডাকানো হয়েছে।

দুদকের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে, গোলাপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে, এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুসন্ধান চালানো হচ্ছে।
 


তথ্যসূত্র: https://www.youtube.com/watch?v=YO42ajFVopY

আবীর

আরো পড়ুন  

×