
ছবি: সংগৃহীত
১৭ মার্চ মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। সভায় পুলিশ কর্মকর্তারা তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন সরকারের প্রধানের কাছে। এসব সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য আজ ১৯ মার্চ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বৈঠকে ডক্টর ইউনূস পুলিশ কর্মকর্তাদের কল্যাণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেন। এর মধ্যে রয়েছে:
- ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়া
- পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজনার ভ্যান কেনার উদ্যোগ নেওয়া
- পুলিশের চলমান নির্মাণ প্রকল্পগুলোতে অর্থ বরাদ্দ বৃদ্ধি করা, যেগুলোর কাজ ৭০ শতাংশের নিচে রয়েছে
- ভাড়াকৃত ভবনে থাকা ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ করা
- পুলিশের এসআই ও এএসআইদের জন্য মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা
প্রধান উপদেষ্টা আরও বলেন, কর্মসম্পাদনের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করতে হবে এবং যাদের পারফরমেন্স অপেক্ষাকৃত কম, তাদের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবস্থা নিতে হবে। তিনি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশ প্রস্তুতিকে এখন থেকেই সুসংগঠিত করার জন্য নির্দেশ দেন।
এই উদ্যোগগুলো পুলিশ বাহিনীর সক্ষমতা এবং কর্মপরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র: https://www.youtube.com/watch?v=QYjRw25plH0
আবীর