ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

সিগারেটের ওপর কর বাড়ছে না, ভ্যাট রিসিটে মিলবে পুরস্কার

প্রকাশিত: ১৬:৫৫, ১৯ মার্চ ২০২৫

সিগারেটের ওপর কর বাড়ছে না, ভ্যাট রিসিটে মিলবে পুরস্কার

ছবি: সংগৃহীত

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর নতুন করে কর আরোপ করা হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। বুধবার (১৯ মার্চ) এনবিআর ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, "সিগারেটের ওপর আর কর বাড়ানো হবে না।"

এছাড়া, দেশে সিগারেটের তুলনায় বিড়ির ট্যাক্স কম উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "নকল বিড়ির উৎপাদন বন্ধ না করলে বিড়ি মালিক শিল্প সমিতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

ভ্যাট আদায় বাড়াতে নতুন পরিকল্পনার কথাও জানান এনবিআর চেয়ারম্যান। তার মতে, "ভোক্তারা যদি ভ্যাট পরিশোধের পর রিসিট সংগ্রহ করেন, তাহলে লটারির মাধ্যমে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ পাবেন।"

এই উদ্যোগের লক্ষ্য ব্যবসায়ীদের নিয়মিত ভ্যাট পরিশোধে উৎসাহিত করা এবং জাতীয় রাজস্ব বৃদ্ধি করা

কানন

×