
ছবি: সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান খান জানিয়েছেন, আসন্ন বাজেটে মোবাইল অপারেটরদের জন্য কর্পোরেট ট্যাক্স এবং সিগারেটের উপর নতুন কোনো কর আরোপ করা হবে না। তিনি আজ সকালে জাতীয় রাজস্ব বোর্ডে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ কথা জানান।
মোবাইল অপারেটরদের সংগঠন এমটপ জানিয়েছে, সিম কার্ডের উপর আরোপিত ৩০০ টাকা করের কারণে তাদের গ্রাহক সংখ্যা এক কোটি কমে গেছে, এবং তারা সেই কর প্রত্যাহারের দাবি জানিয়েছে। এছাড়া, তারা মোবাইল খাতে বিদ্যমান ২০ শতাংশ সম্পূরক ট্যাক্স এবং এক শতাংশ চার্জ পুরোপুরি তুলে নেওয়ারও দাবি করেছে।
অন্যদিকে, সিগারেট উৎপাদনকারীদের সংগঠন এনসিএমএ ধীরে ধীরে সিগারেট খাতে কর আরোপের আহ্বান জানিয়েছে। তাদের দাবি, অতিরিক্ত কর আরোপ করা হলে দেশে চোরাই সিগারেটের সরবরাহ বেড়ে যাবে।
এছাড়া, এনবিআর চেয়ারম্যান সিগারেট খাতে নকল বিড়ির সরবরাহ বন্ধ করার বিষয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি বলেন, "সবচেয়ে কম দামি সিগারেটের দাম আট টাকা রাখা লাভজনক নয়, এটাকে ১০ টাকা করে দেওয়া উচিত। মানুষ খাবে ১০ টাকা দিয়ে, না হলে ছেড়ে দিবে। রেভিনিউ নিয়ে চিন্তা করার আগে, মানুষের জীবন রক্ষা করা জরুরি।"
এ বক্তব্যের মাধ্যমে এনবিআর চেয়ারম্যান বাজেটের নানা দিক সম্পর্কে তাঁর অবস্থান স্পষ্ট করেছেন।
আবীর