ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

শত্রুতার জেরে ৫০ লক্ষ টাকার লোকসানে নেত্রকোনার শিং মাছ চাষী

প্রকাশিত: ১৬:৩১, ১৯ মার্চ ২০২৫

শত্রুতার জেরে ৫০ লক্ষ টাকার লোকসানে নেত্রকোনার শিং মাছ চাষী

ছবি: সংগৃহীত

শত্রুর দেওয়া বিষে মারা গেছে পুকুরের লাখ লাখ মাছ, সর্বশান্ত মাছ চাষী আতাউর রহমান তালুকদার। বিনষ্ট মাছ আর অর্ধকোটি টাকার লোকসান নিয়ে মাথায় হাত পড়েছে তার। তার অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মারা হয়েছে।

এই ঘটনাটি ঘটেছে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়ন এর কৈলাটি গ্রামে। বিগত ১২ বছর ধরে পৈত্রিক সূত্রে পাওয়া ২০০ শতক জায়গা জুড়ে পাঁচটি পুকুরে মাছ চাষ করে আসছেন তিনি। এবছরও ৭ লক্ষ ১০ হাজার শিং মাছের পোনা ছেড়েছিলেন নিজের পাঁচটি পুকুরে।

রমজান শেষেই পুকুর থেকে তোলার কথা ছিল সেসব মাছ। কিন্তু গত ১৭ মার্চ দিবাগত রাতে পুকুরে গিয়ে দেখতে পান, মরে ভেসে উঠেছে লক্ষ লক্ষ শিং মাছ, আবার অনেক মাছ তীরে এসে ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়।

ভুক্তভোগী সম্মিলিত মাছ চাষীদের একজন কাঁদতে কাঁদতে বলেন, 'আমার ভাগ্নে আমাকে ফোন দিছে। বলে, মামা আমার পুকুরের মাছ সব ভাইসা উঠছে। আমি তাড়াতাড়ি আসি এসে দেখি সত্যি।'

অন্য এক মাছ চাষী জানান, 'খালি খালি তো মাছ ভাসার কথা না, আমি আইসা গ্যাসের ঘ্রাণ পাইছি। আমার প্রায় ৫০ লক্ষ টাকার মাছ এইখানে, আমি তো এখন পথের ভিখারী।'

এই খামারের উপর নির্ভর করে চলে গ্রামের বেশ কয়েকজন শ্রমিকের সংসার। পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগে পুকুরের মাছ মেরে ফেলায় এখন অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন সেসব শ্রমিকেরাও। সুষ্ঠ তদন্তের পর অমানবিক এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান ভুক্তভোগীসহ গ্রামবাসীও।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=fH9m7UyXfuA

 

রাকিব

×