ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

জুলাই আন্দোলনের ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

প্রকাশিত: ১৫:১৫, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ১৫:১৬, ১৯ মার্চ ২০২৫

জুলাই আন্দোলনের ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২০ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রায় ৮,০০০ জনের সহায়তায় ২০ লাখ ইউরোর একটি প্রকল্প চালু করেছে।

"পাথওয়েজ টু হিলিং: সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সহনশীলতা গড়ে তোলার উদ্যোগ" শীর্ষক এই প্রকল্পটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) মাধ্যমে বাস্তবায়ন করবে। এতে বাংলাদেশ সরকারসহ বিভিন্ন অংশীজন যুক্ত থাকবে। ইইউ-এর পূর্ণ অর্থায়নে পরিচালিত এ প্রকল্পটি ২০২৬ সালের আগস্ট পর্যন্ত চলবে।

উদ্যোগটির লক্ষ্য সহিংসতায় ক্ষতিগ্রস্তদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, তাদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করা এবং সামাজিক সংহতি শক্তিশালী করা। এর আওতায় আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং শারীরিক সহায়ক যন্ত্র সরবরাহ করা হবে। পাশাপাশি, হাসপাতাল ও স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হবে।

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কাউন্সেলিং, রেফারেল সেবা ও একটি সহায়তা হটলাইন চালু করা হবে। এছাড়া, বিকল্প আয়ের সুযোগ তৈরি করে ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার ও স্বনির্ভরতা বাড়ানো হবে।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে প্রকল্পটি বাস্তবায়িত হবে, যেখানে আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, শ্রমিক, সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের সহায়তা দেওয়া হবে। এছাড়া, সরকার ও অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্য ও সামাজিক সহায়তা ব্যবস্থার সঙ্গে প্রকল্পটিকে সংযুক্ত করা হবে, যাতে এর সুবিধা দীর্ঘমেয়াদে বজায় থাকে।

 

 

তথ্যসূত্র: https://www.tbsnews.net/bangladesh/eu-provide-eu2-million-support-july-uprising-injured-1096461

আবীর

×