ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

চাঁদাবাজি করলে দল থেকে বহিষ্কার করা যায়, গুলি করে মারাতো যায় না: প্রিন্স

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৩৫, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ১১:৩৬, ১৯ মার্চ ২০২৫

চাঁদাবাজি করলে দল থেকে বহিষ্কার করা যায়, গুলি করে মারাতো যায় না: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবিঃ সংগৃহীত

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি৷ 

প্রিন্স বলেন, ‘১৫ বছর আওয়ামী লীগ কর্তৃত্ববাদী শাসন চালিয়েছে যেখানে মানুষের কথা বলার কোনো সুযোগ ছিলো না। মানুষের স্বাভাবিক রাজনীতি বা কর্মকান্ড করারও সুযোগ ছিলো না। কোনো মিলাদ বা তহবিল করতে হলেও আওয়ামী লীগের কাছ থেকে অনুমতি নিয়ে করতে হত৷ এমনকি সেই ওয়াজ মাহফিল বা মিলাদ মাহফিলে কোন বক্তা আসবে, কি বক্তব্য রাখবে, কাকে কাকে অতিথি করা হবে সেটাও আওয়ামী লীগ নির্ধারণ ক্ক্রে দিতো। সেখান থেকেই আওয়ামী লীগ আমলকে আমরা একটা অস্বাভাবিক আমল মনে করি। এবং সেই আমলে এমনভাবে চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট সন্ত্রাস কিংবা গুপ্ত সংগঠনের মধ্যেও অনেক কাজ করা হয়েছে, সে কারণে গুটি কয়েক মানুষ মনেই করে রাজনীতি যারা করে তারা চাঁদাবাজি করেই বেঁচে থাকে। এটা তাদের অধিকার।’

তিনি বলেন, ‘আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর এবং কঠিন অবস্থান নিয়েছি। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে। এখানে চাঁদাবাজির সাথে জড়িত এই ১০০০ বা ১৫০০ কি মূল স্রোতধারার সাথে জড়িত? কোনোভাবেই না। চাঁদাবাজি করলে দল থেকে বহিষ্কার করা যায়, কিন্তু তাই বলে তো গুলি করে মেরে ফেলা সম্ভব না। আমরা তাদেরকে শুধু দল থেকে বহিষ্কার করা নয়, আমরা তাদের বিরুদ্ধে মামলাও দিয়েছি।’

মুমু

×