ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি দায় রয়েছে এই রাষ্ট্রের: ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৩৩, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ১০:৩৬, ১৯ মার্চ ২০২৫

মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি দায় রয়েছে এই রাষ্ট্রের: ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। 

মাদ্রাসার শিক্ষার্থীদের সমান সুযোগ সুবিধা দান করে তাদের অন্যান্য মাধ্যমের শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে চলার ব্যবস্থা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। 

তিনি বলেন, ‘বিভিন্ন মাদ্রাসায় যখন আমাদের কেন্দ্রীয় সংসদের বিভিন্ন নেতৃবৃন্দ প্রচার প্রচারণায় গিয়েছে, অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে এবং মাদ্রাসার শিক্ষকদের সাথে মত বিনিময় করেছে, তখন আমাদের মনে হয়েছে এই রাষ্ট্রের অবশ্যই মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি দায় রয়েছে এবং আমরা ছাত্রদলের পক্ষ থেকে আশা করবো যেই নির্দলীয় সরকার রয়েছে বা আগামীতে নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবে, তারা অবশ্যই মাদ্রাসার শিক্ষার্থীদের দিকে বিশেষভাবে নজর দিবে।

তিনি আরও বলেন, ‘গতানুগতিক ধারার বাইরে এসে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেরূপ সুযোগ সুবিধা পায়, মাদ্রাসার শিক্ষার্থীরাও যেন সেরূপ সুযোগ সুবিধার আওতায় আসতে পারে সেজন্য আমরা ছাত্রদলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।’

মুমু

×