
রাজধানীর খিলক্ষেতে ৬ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসা ও শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আটক হওয়া অভিযুক্ত যুবককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। মুমূর্ষু অবস্থায় তাকেও হাসপাতালটিতে ভর্তি করা হয়েছে। আহত হয়েছেন ৪ পুলিশ সদস্য। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও।
খিলক্ষেত থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইসমাইল হোসেন জানান, খিলক্ষেত মধ্যপাড়া এলাকায় শিশু ধর্ষণের অভিযোগে এক ধর্ষককে মারপিটের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসার পথে সেখানে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা করে ধর্ষককে গাড়ি থেকে নামিয়ে গণধোলাই দেয়। একপর্যায়ে উপস্থিত পুলিশ সদস্যদের ওপরও হামলা করে তারা।
এদিকে, গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আল-আমিন হোসেন জানান, এ ঘটনায় খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভুক্তভোগী শিশুটিকে রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, খিলক্ষেত বটতলা এলাকায় একটি টিনসেড বাসায় থাকে শিশুটির পরিবার। একই এলাকায় তার নানির বাসা। মঙ্গলবার শিশুটি নানির বাসায় গেলে সেখানে পাশের বাসার ২য় তলার ভাড়াটিয়া ওই ধর্ষক শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির পরিবার বিষয়টি জানতে পারেন।
সজিব