
ছবি: সংগৃহীত
পুলিশ সহ অন্যান্য বাহিনীতে বিপ্লবী ছাত্র জনতাদের অন্তর্ভুক্ত করে নতুন করে এক লাখ সদস্য নিয়োগের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
গতকাল (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের মিছিলের প্রসঙ্গ টেনে রাশেদ খান অভিযোগ করেন, "আওয়ামী লীগ সারাদেশে মিছিল করেছে, কিন্তু পুলিশ প্রশাসন তাদের কাউকে ধরতে পারেনি। কারণ, এখনো পুলিশের ৮০% সদস্য আওয়ামী লীগের নিয়ন্ত্রিত। এদের নিয়ে সংস্কার করতে পারবেন না।"
তিনি আরও বলেন, "সরকারকে আহ্বান জানাই, বিপ্লবী ছাত্র জনতাদের পুলিশ বাহিনীতে নিয়োগ দিন। তারা প্রশিক্ষণপ্রাপ্ত। জুলাই আন্দোলনে তারা ঐক্যবদ্ধ হয়ে পুলিশের প্রতিহত করেছে, এর চেয়ে বড় প্রশিক্ষণ আর কী হতে পারে?"
গণঅধিকার পরিষদের এই নেতা দাবি করেন, বিপ্লবী ছাত্র জনতারা ত্যাগ, সাহস ও বুদ্ধিমত্তা দিয়ে পুলিশ বাহিনীর দায়িত্ব আরও ভালোভাবে পালন করতে সক্ষম হবে। তাই নতুন করে এক লাখ পুলিশ নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
আসিফ