ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

‘ইউটিউব মোল্লারা বাড়াবাড়ি করে ইসলামকে অন্যদের কাছে বিদ্বেষী ধর্ম হিসেবে নিয়ে এসেছে’: আনিস আলমগীর

প্রকাশিত: ০৩:৫৩, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ০৩:৫৭, ১৯ মার্চ ২০২৫

‘ইউটিউব মোল্লারা বাড়াবাড়ি করে ইসলামকে অন্যদের কাছে বিদ্বেষী ধর্ম হিসেবে নিয়ে এসেছে’: আনিস আলমগীর

ছবিঃ সংগৃহীত

ইউটিউব মোল্লারা এখন এত বাড়াবাড়ি করছে যে, ইসলামকে অন্যদের কাছে একটা বিদ্বেষী ধর্ম হিসেবে নিয়ে এসেছে এরা বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর। একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে তিনি আরো বলেন, ইসলাম যেখানে শান্তির ধর্ম, ইসলাম যেখানে শান্তির বাণী দিবে, সেখানে এরা অশান্তি ছড়াচ্ছে। একেকজন একেক কথা বলছে।  

আনিস আলমগীর বলেন, দেশে যে আবার মাজার আক্রমণ হচ্ছে এটা কিন্ত নতুন না, শুরু থেকেই হচ্ছে। অভ্যুত্থানটা প্রথমে হলো শেষ হাসিনাকে সরানোর জন্য, এরপর মনে হলো হচ্ছে মাজার ভাঙ্গার জন্য। বাংলাদেশে আদিকাল থেকেই দেখে আসছি মাজারের প্রতি মানুষের ভক্তি আছে, যার ভক্তি নাই সে যাচ্ছে না। এটা ব্যক্তিগত ব্যাপার যার যার।

ইসলামিক দলগুলোর সাথে আমার মনে হয় না কোন আলাপ করা দরকার এই ব্যাপারে। মাজার ভাঙ্গা একটি আইনবিরোধী কাজ, সে জন্য কেন অন্যদের সাথে কথা বলতে হবে। প্রথম দিন থেকেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত ছিল।

তিনি বলেন, এদের সাথে কথা বলে কী হবে, অনেকেই বক্তব্য দিচ্ছে জঙ্গীদের পক্ষে। বাংলা ভাই নাকি দেশপ্রেমিক ছিলেন। অথচ এই বাংলা ভাই একযোগে জেলায় জেলায় বোমা মেরেছে। সরকার বলতেছে মবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, কিন্ত যারা উস্কাচ্ছে তাদের বিরুদ্ধে তো কোন একশন নেয়া হচ্ছে না। 

বাংলাদেশ তো ইসলামী শাসনের ভিতর নেই। ইসলামী শাসন কায়েম করতে চাইলে তারা ইসলামী দল খুলুক, জনগণকে বলুক ভোট দিয়ে ক্ষমতায় আনতে। তারা রাজনীতি করুক, কিন্ত তাদের মতামত বাকি সবার উপরে চাপাবে কেন, এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া না।

 

সূত্রঃ https://youtu.be/3BcEZvpP6I4?si=0g_tUrwg6Qd8rG7V

রিফাত

×