ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে গোপন বৈঠক, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর প্রধানসহ আটক ১০

প্রকাশিত: ২২:১৯, ১৮ মার্চ ২০২৫; আপডেট: ২২:২০, ১৮ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে গোপন বৈঠক, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর প্রধানসহ আটক ১০

ছবি: সংগৃহীত

মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১৭ মার্চ) গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ভূমিপল্লী টাওয়ারে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি ধারালো চাকু এবং একটি স্টিলের ধারালো চেইন উদ্ধার করা হয়েছে। পরে মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাদের আদালতে পাঠায়।

এদিকে, র‍্যাব-১১-এর আরেকটি টিম ময়মনসিংহ সদর থানাধীন নতুনবাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে আরসার আরও চারজনকে গ্রেপ্তার করেছে।

এর মধ্যে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার আতাউল্লাহসহ ৬ জনকে মঙ্গলবার (১৮ মার্চ) আদালতে হাজির করা হলে আদালত তাদের ১০ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গ্রেপ্তারকৃত আরসা সদস্যরা দেশজুড়ে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছিল। নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে গোপন বৈঠকের মাধ্যমে তারা অপরাধমূলক কার্যক্রমের ছক কষছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এবং সফলভাবে গ্রেপ্তার করে।

ভিডিও দেখুন: https://youtu.be/4vWWLNdlhrg?si=sX_q5j7vk1khX4wk

এম.কে.

আরো পড়ুন  

×