ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

টিকিট কালোবাজারি বন্ধ করার নির্দেশনা 

প্রকাশিত: ২১:১৮, ১৮ মার্চ ২০২৫

টিকিট কালোবাজারি বন্ধ করার নির্দেশনা 

ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনালে ঈদ যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে আয়োজিত যৌথ আলোচনা সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। দীর্ঘ আধা ঘণ্টার বিশৃঙ্খলার পর কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে মালিক, শ্রমিক ও প্রশাসনের সমন্বয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। 

সভায় হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনাকে কঠোরভাবে সমালোচনা করে সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক হুঁশিয়ারি দেন যে, ভবিষ্যতে এমন ঘটনা বরদাস্ত করা হবে না। 

তিনি আরও জানান, পরিবহন খাতে শৃঙ্খলা আনতে মালিক, শ্রমিক ও প্রশাসন একযোগে কাজ করবে, যাতে ঈদ যাত্রা নির্বিঘ্ন করা যায়।

টিকিট কালোবাজারি, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি রোধ এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, ঈদের সময় সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে মালিক-শ্রমিকদের মধ্যে মতবিনিময় করা হবে এবং প্রতিটি কাউন্টারে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

ছিনতাই, রাহাজানি ও দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চালকদের কাউন্সেলিংয়ের মাধ্যমে সচেতন করা হচ্ছে, যাতে তারা ট্রাফিক নিয়ম মেনে নিরাপদ যাত্রা নিশ্চিত করেন।

শিলা ইসলাম

×