ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ফ্যাক্ট চেক

ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর এবং শেখ হাসিনার সাথে সাক্ষাৎ! যা জানা গেল

প্রকাশিত: ১৮:০৩, ১৮ মার্চ ২০২৫

ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর এবং শেখ হাসিনার সাথে সাক্ষাৎ! যা জানা গেল

১৩ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরের তারিখ নির্ধারণ করে ঘোষণা দিয়েছেন দাবিতে একটি ভিডিও গত ১০ মার্চ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। পোস্টটির মাধ্যমে আরও দাবি করা হচ্ছে, সফরকালে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাতের পর ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও আনঅফিসিয়াল একটি সাক্ষাৎ করবেন।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গত ১৩ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর এবং এসময় শেখ হাসিনার সাথে সাক্ষাতের তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ট্রাম্প উল্লেখিত তারিখে ভারত সফরে যাননি। মূলত, ডোনাল্ড ট্রাম্পের প্রথম ক্যাবিনেট মিটিংয়ের একটি দৃশ্য কাট করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের ‍শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম। পর্যালোচনায় ভিডিওটিতে ডোনাল্ড ট্রাম্পকে ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে মন্তব্য করতে শুনা গেলেও তার ভারত সফরের বিষয়ে কোনো আলোচনা করতে শোনা যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৩ মার্চ ভারত সফরের বিষয়ে অনুসন্ধান করেও আন্তর্জাতিক কিংবা ভারতীয় কোনো গণমাধ্যমে ওইদিন তার ভারত সফর সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের গত ১৩ মার্চের কর্মসূচিসমূহের সময়সূচি খুঁজে পাওয়া যায়। সেখানেও তার ভারত সফরের বিষয়ে কোনো তথ্য দেখতে পাওয়া যায়নি। 

পরবর্তীতে আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে হুয়াইট হাউজের ইউটিউব চ্যানেলে গত ২৬ ফেব্রুয়ারি President Trump Hosts First Cabinet Meeting, Feb. 26, 2025 শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির শিরোনামে থেকে জানা যায়, এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম ক্যাবিনেট মিটিংয়ের ভিডিও। উক্ত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এর ৫০ মিনিট ৫০ সেকেন্ড থেকে ৫১ মিনিট ২ সেকেন্ড পর্যন্ত সময়ের ফুটেজের সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। ভিডিওটি থেকে জানা যায়, এসময় ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের উপর কোন স্তরের শুল্ক আরোপ করবেন সে বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে আলোচনা করছিলেন। যার সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই। এছাড়াও পুরো ভিডিওটি পর্যালোচনা করেও ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের বিষয়ে ট্রাম্পেকে কোনো আলোচনা করতে দেখা যায়নি।

সুতরাং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৩ মার্চ ভারত সফর এবং সেসময় সেখানে অবস্থানরত শেখ হাসিনার সাথে সাক্ষাতের দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা।

সূত্র: রিউমর স্ক্যানার

ফুয়াদ

×