
ছবি: সংগৃহীত
দেশের প্রখ্যাত লোকগানের শিল্পী মমতাজ বেগম। চার দশকেরও বেশি সময় ধরে গানের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তবে তার জীবনযাত্রা ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও নানা বিতর্ক রয়েছে। তিনি আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরে দলের মনোনয়ন নিয়ে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেন, যেখানে তিনি বিজয়ী হন। কিন্তু আওয়ামী লীগের পতনের সঙ্গে সঙ্গে মমতাজও যেন অন্ধকারে চলে যান। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং গানের অনুষ্ঠানেও তাকে দেখা যাচ্ছে না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে মমতাজ বেগমকে তার নাতনির সঙ্গে দেখা যাচ্ছে। ভিডিওটি দেখে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ তাকে শ্রম ও মেধার মাধ্যমে শূন্য থেকে সফলতার শিখরে ওঠার উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ তাকে তীব্র সমালোচনায় বিদ্ধ করছেন।
অনেকেই তাকে ‘ভোটচোর’, ‘স্বৈরাচারের দোসর’ ও ‘পালিয়ে যাওয়া আপার সৈনিক’ বলে মন্তব্য করেছেন। বিশেষ করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকেই তাকে জনসমক্ষে দেখা যায়নি, যার কারণে অনেকেই জানতে চাচ্ছেন, মানিকগঞ্জ-সিংগাইর (মানিকগঞ্জ-২) আসনের সাবেক এই সংসদ সদস্য এখন কোথায় আছেন।
গ্রামবাসীরা বলছেন, স্বৈরশাসক হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পর থেকেই মমতাজ বেগমের কোনো খোঁজ পাওয়া যায়নি। মাঝে মাঝে শোনা যায় যে, তিনি দেশে আছেন, আবার কখনো খবর আসে যে, তিনি বিদেশে চলে গেছেন।
শিল্পীর ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানিয়েছে, বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। তবে কিছু বিশ্বস্ত সূত্রের দাবি, মমতাজ এখনও ঢাকাতেই আছেন এবং তার সাবেক এক স্বামীর মেয়ে বাসায় রয়েছেন।
মমতাজ বেগম ২০০৮ সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন। এরপর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে পরাজিত হন।
শিহাব