ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর

কূটনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ১৬:৪৩, ১৮ মার্চ ২০২৫; আপডেট: ১৬:৪৭, ১৮ মার্চ ২০২৫

তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ইসলামিক খিলাফতকে নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান যে বক্তব্য দিয়েছে তা গুরুতর বলে বন্তব্য কচেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশকে কেন্দ্র করে ভারতীয় সংবাদমাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন, সেটি  অমুলক।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে চান এক সাংবাদিক। জবাবে তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় যে প্রতিক্রিয়া (তুলসী গ্যাবার্ডের বক্তব্যের) জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান ওটাই। ওনার (তুলসী গ্যাবার্ড) বক্তব্য গুরুতর।

মীর্জা/শহীদ

×