ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ইফতার অনুষ্ঠানে সরব ইসলামি দলগুলো

প্রকাশিত: ১৬:৩১, ১৮ মার্চ ২০২৫

ইফতার অনুষ্ঠানে সরব ইসলামি দলগুলো

ছবি: সংগৃহীত

ইফতার মাহফিল ঘিরে এবারের রমজান মাসে রাজনীতির মাঠে সরব হয়ে উঠেছে ইসলামি দলগুলো। তারা বলছেন, ফ্যাসিবাদী সরকারের অধীনে তাদের রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল, আর আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী দলগুলোর জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা দেখছেন তারা।

গত বছরগুলোর তুলনায় এবার ইফতার মাহফিলগুলো আরও উৎসবমুখর এবং রাজনৈতিক দলগুলোর জন্য একটি মিলনমেলায় পরিণত হয়েছে। ইসলামি দলগুলো, যেগুলি আগে স্বাচ্ছন্দ্যে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারেনি এবার তারা এক ভিন্ন পরিস্থিতিতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক বলেন, ‘পতিত আওয়ামী সরকারের বিরোধিতার কারণে দীর্ঘদিন আমরা এমন পরিবেশ থেকে বঞ্চিত ছিলাম। নানা বিধিনিষেধের কারণে এই ধরনের কর্মসূচি থেকে বিরত থাকতে হয়েছে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, ‘ধর্মীয় ও রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার কারণে আমরা গত এক দশক ধরে স্বাচ্ছন্দ্যে কোনো প্রোগ্রাম করতে পারিনি। সরকারী হস্তক্ষেপের কারণে আমাদের অধিকারের ওপর আক্রমণ হয়েছে, যা ইসলামী চিন্তা-ভাবনার বিকাশে বাধা সৃষ্টি করেছে।’ তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকার নোটিশ দিয়ে ইফতার মাহফিল বন্ধ করার চেষ্টা করেছে, যাতে আলেম সমাজ এবং ইসলামী দলগুলো একত্রিত হয়ে দেশ গঠনে কাজ করতে না পারে।’

এদিকে, ইফতার মাহফিলগুলোতে নেতাদের সরব উপস্থিতি আসন্ন নির্বাচনে ইসলামি দলগুলোর জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা সৃষ্টি করছে বলে মনে করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ‘আমরা একটি শোষণহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য কাজ করছি। ইসলামি সংগঠনগুলো এখন অনেক কাছাকাছি এসেছে এবং ভোটের মাঠে এটি মূল্যায়ন করার জন্য প্রস্তুতি নিচ্ছে।’

শিহাব

×