ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

‘বাংলাদেশে ছাত্র রাজনীতিটা হয় ক্ষমতায় থাকার জন্য, যাওয়ার জন্য’ 

প্রকাশিত: ১২:৫৯, ১৮ মার্চ ২০২৫

‘বাংলাদেশে ছাত্র রাজনীতিটা হয় ক্ষমতায় থাকার জন্য, যাওয়ার জন্য’ 

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমান একটি টেলিভিশন টকশোতে বলেন, 'বাংলাদেশে ছাত্র রাজনীতিটা হয় ক্ষমতায় থাকার জন্য, যাওয়ার জন্য’। বিশ্ববিদ্যালযয়ে ছাত্র রাজনীতি টোটালি বন্ধ করে দেওয়া উচিত। আপনি ব্যক্তি হিসেবে ভাল মানুষ তৈরি করেন, যারা দেশকে কিছু উপহার দিতে পারবে, জাতিকে কিছু দিতে পারবে। ছাত্র রাজনীতি যখন দলীয় লেজুর বৃত্তিতে জড়িয়ে পড়ে, তখন ছাত্ররা একটি অপরাধের সার্কেলের মধ্যে আটকে যায়। ছাত্রদের ভয়েসটা হতে হবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। সেখানে তাদের একটা ইউনিয়ন থাকবে। দেশের যেকোনো অপরাধ এবং অন্যায়ের বিরুদ্ধে তারা সেখান থেকে আওয়াজ তুলবে যেটা এই দলীয় লেজুর বৃত্তির কারণে হচ্ছে না।

ফারুক

×