ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

পুলিশ নিজেই নিজের উপর আস্থা রাখতে পারছে না: ফয়েজ আহম্মদ

প্রকাশিত: ১১:৩৫, ১৮ মার্চ ২০২৫

পুলিশ নিজেই নিজের উপর আস্থা রাখতে পারছে না: ফয়েজ আহম্মদ

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সচিব জনাব ফয়েজ আহম্মদ

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকার অনুষ্ঠানে পুলিশের বর্তমান অবস্থা সম্পর্কে কথা বলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সচিব জনাব ফয়েজ আহম্মদ।

তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের জন্মের সময় দেশ ভয়াবহ অত্যাচারের মুখোমুখি হলেও কোনো থানা বন্ধ হয়নি। থানাগুলো সচল ছিল, এবং মানুষ তাদের অভিযোগ নিয়ে সেখানে যেতে পারত। তবে ২০২৪ সালে এসে আমরা এক ভিন্ন বাস্তবতার সম্মুখীন হয়েছি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, তারা পুলিশ ও অন্যান্য প্রশাসনের কর্মকর্তাদের এমনভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে যে এই বাহিনীকে প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় নিয়ে এসেছে।

তিনি আরও বলেন, সর্বশেষ জুলাই অভ্যুত্থানে আমরা প্রত্যক্ষ করেছি, কীভাবে এই বাহিনীকে নিরস্ত্র মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। এর ফলে পুলিশ এমন এক পরিস্থিতিতে পড়েছে যেখানে তারা নিজের ওপরও আস্থা রাখতে পারছে না।

এমন সংকটময় পরিস্থিতিতে সরকার দায়িত্ব গ্রহণের সময় থানাগুলো কার্যত পুলিশশূন্য ছিল। সরকারকে প্রায় তিন সপ্তাহ সময় নিতে হয়েছে থানাগুলোতে পুলিশ ফেরত আনতে।

তিনি উল্লেখ করেন, আমরা যদি এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসতে পারতাম, তাহলে তা দেশের জন্য ইতিবাচক হতো। কিন্তু বিভিন্ন কারণে জনগণের আস্থা পুনর্গঠনের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে প্রধান উপদেষ্টা পুলিশের সঙ্গে আলোচনা করেছেন। তারা তাদের বিদ্যমান সমস্যা ও জনগণের আস্থা পুনরুদ্ধারের উপায় নিয়ে মতামত তুলে ধরেছেন।

সূত্র: https://www.facebook.com/100068437174421/posts/951927367098494/?rdid=FllxwOX5maNWf55Y#

সায়মা ইসলাম

×