
ছবি:সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সম্প্রতি পুলিশ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে অংশ নিয়ে আগামী জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। তিনি পুলিশকে নিরপেক্ষ ও আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা পতিত স্বৈরাচার শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে বলেছেন।
ড. ইউনুস বলেন, "আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন বা বিরোধী দল যেই থাকুক, পুলিশকে কারো পক্ষ নিয়ে কাজ করা যাবে না। আইনের মধ্যে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।" তিনি পুলিশ বাহিনীকে অতীতের নেতিবাচক কর্মকাণ্ড ভুলে গিয়ে নতুন বাংলাদেশের মানবিক পুলিশ হিসেবে নিজেদের প্রমাণ করার আহ্বান জানান। তিনি বলেন, "ভালো কাজের মাধ্যমে অতীতের খারাপ কাজ ঢেকে ফেলতে হবে। আমরা দেখাব যে, আমরা খারাপ নই, আমরা ভালো মানুষ। আমাদের কাজের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলব।"
তিনি সতর্ক করে বলেন, "পতিত স্বৈরাচার শক্তি পুলিশকে টার্গেট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা মিথ্যা প্রচার ও গুজব ছড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে চাইবে। পুলিশকে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।" তিনি আরও বলেন, "নির্বাচন যতই কাছে আসবে, পরাজিত শক্তির তৎপরতা ততই বাড়বে। তারা বারবার পরাজিত হওয়ার ভয় নিয়ে কাজ করবে এবং পুলিশকে দোষারোপ করার চেষ্টা করবে।"
আঁখি