
ছবিঃ সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান শুধু নির্বাচনের জন্য হয়নি বলে মন্তব্য করেছেন উমামা ফাতেমা। একটি বেসরকারি গণমাধ্যমে তিনি এ কথা বলেন।
উমামা আরো বলেন, ২০১৫ সালের পর বিএনপি তো রাস্তায়ই নামতে পারেনি, এমন হয়েছে যে তেল-গ্যাসের দাম বেড়েছে সে জন্য রাস্তায় নেমেছে। কারণ, নির্বাচনের জন্য তো রাস্তায় নামতে পারতেছে না। তখন তারা বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে রাস্তায় নামার চেষ্টা করেছে সেই সাথে সামাজিক অর্গানাইজেশনগুলোর সাথে যোগাযোগ বাড়ায়।
তিনি বলেন, ২০২৩ এর জুন-জুলাই থেকে বিএনপি মাঠে নামা শুরু করে। প্রতিদিন তাদের সভা-সমাবেশে লাখ লাখ মানুষের জমায়েত হয়েছিল। তাদের উপর যে ক্র্যাকডাউনটা হলো ২৮-এ অক্টোবর, সেই ক্র্যাকডাউনের পর কি জনগণ নেমেছে তাদের সাথে? তখন ৩০-৪০ টাকা করে তেলের দাম বেড়েছে, জনজীবন সংকুচিত হয়েছে, কিন্ত সেই জনগণ শেষ পর্যন্ত কিন্ত বিএনপির ওই সমাবেশে আসেনি।
জনগণ রাস্তার সাইডে দাঁড়িয়ে দেখতো, আস্তে আস্তে কথাবার্তা বলতো; দেখি বিএনপি কী করে। কারণ, বিএনপিকে ক্ষমতায় আনার দায় জনগণ নিবে না। জনগণ তার নিজের অধিকারের জন্য হলে নামবে। বিএনপিকে ভোট দিয়ে আনার পরে যদি বিএনপিও আগের মত করে সেই সুযোগ আওয়ামী লীগ নিবে, জনগণ এই হিসাব করে চলতো।
উমামা ফাতেমা বলেন, রাজনৈতিক দলগুলো একটি সংগ্রামে ছিল, কিন্ত জনগণ মাঠে নেমেছে ২৪ সালে, সেটা শুধু নির্বাচনের জন্য না। নির্বাচনের জন্য নামলে সে ২৩ সালে নামতে পারত। জনগণ নেমেছে ২৪ সালে যখন আবু সাঈদ মারা গেছে, যখন দেখেছে ছাত্রদের নির্বিচারে হত্যা করা হচ্ছে।
তিনি আরো বলেন, ২০২৩ সালে যে ৩১ দফা দিল, সেখানে বিএনপি বাধ্য হয়ে জনগণের কিছু চাওয়া যোগ করে৷ তারমানে বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলো এটস বুঝেছিল, তারা যদি জনগণকে রিপ্রেজেন্ট করতে না পারে, তাহলে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো সম্ভব না শুধু নির্বাচন নিয়ে মাঠে নেমে।
রিফাত