
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ শুধু আশপাশের কয়েকটি দেশের সঙ্গে প্রতিযোগিতা করবে না, বরং বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি বলেন, “আমরা ছোট পরিসরের খেলোয়াড় নই, বরং দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়। বাংলাদেশ একটি অপূর্ব দেশ, যেখানে আমরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পরিচিত করতে পারি।”
মঙ্গলবার এক বক্তব্যে তিনি নতুন বাংলাদেশের নির্মাণ ও এর পুলিশের ভূমিকা নিয়ে কথা বলেন। তিনি বলেন, “অতীত নিয়ে আক্ষেপ করার কিছু নেই। নতুনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এবং তা কাজে প্রমাণ করতে হবে। মুখে বলার দরকার নেই যে আমরা নতুন বাংলাদেশ গড়ছি, বরং আমাদের কাজই বলে দেবে।”
বাংলাদেশ পুলিশের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “পুলিশ বাহিনীকে নতুনভাবে সংগঠিত হয়ে কাজ করতে হবে। শুধুমাত্র কয়েকজন নয়, বরং পুরো বাহিনীকে সামগ্রিকভাবে একটি শক্তিশালী কাঠামোর মধ্যে আনতে হবে। পুলিশের কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও বলেন, “আমরা অতীতে অনেক বাধার সম্মুখীন হয়েছি। সরকার, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় বাধা সৃষ্টি করেছে, কিন্তু জনগণ সেসব বাধা অতিক্রম করেই এগিয়ে গেছে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা জনগণকে আর বাধা দেব না, বরং তাদের পথ সুগম করব।”
ড. ইউনূস বাংলাদেশের জনগণের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করে বলেন, “বাংলাদেশ সৌভাগ্যবান একটি দেশ। এখানে বিপুলসংখ্যক তরুণ রয়েছে, যারা অত্যন্ত সৃজনশীল এবং সমস্যা সমাধানে দক্ষ। বিশ্বে এমন জনসংখ্যাগত সুযোগ আর কোথাও নেই। আমাদের তরুণরা নিজেদের বুদ্ধি ও দক্ষতা দিয়ে সব বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে।”
তিনি নতুন বাংলাদেশের নির্মাণের আহ্বান জানিয়ে বলেন, “আমরা সবাই একসঙ্গে কাজ করব, এটি একটি দলীয় প্রচেষ্টা হবে। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ এবং আমরা চাই এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে।”
ভিডিও দেখুন: https://youtu.be/mRgJy9VVwwI?si=eOGjg6xrLke5gJRm
এম.কে.