
ছবি: সংগৃহীত
এখনো কোনো ফ্যাসিস্ট, কোনো স্বৈরাচারী সরকারকে মাফ করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিবা শানু।
তিনি বলেন, আমার বক্তব্যের মাঝখানে অনেকে বিভিন্ন ইঙ্গিত খুঁজবেন বা বোঝার চেষ্টা করবেন। কিন্তু আমি খুব সহজভাবে বলছি—সুন্দরভাবে বাংলাদেশটাকে দেখুন, আমার দেশটাকে দেখুন, আমার দেশের মানুষদের দেখুন, তাদের অধিকার থেকে দেখুন।
তিনি আরও বলেন, যারা আজ মারা গেছেন, তারা কেউ বিনা কারণে মরেননি। যারা আহত হয়েছেন, তারাও বিনা কারণে আহত হননি। তারা নিজের মাতৃভূমি, জনগণের অধিকার, দেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার, মত প্রকাশের অধিকার এবং সর্বোপরি, বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার জন্য রাজপথে জীবন হাতে নিয়ে আন্দোলনে নেমেছিলেন।
স্বৈরাচারী সরকারের কথা তুলে তিনি বলেন, আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি—অনেকের আচরণ পরিবর্তিত হয়েছে। লাফালাফি বেড়ে গেছে। আমি বলছি, সাবধান হয়ে যান! এখনো মৃত্যুর মিছিল শেষ হয়নি। এখনো আমাদের আহত ভাইয়েরা সুস্থ হয়নি। এখনো কোনো ফ্যাসিস্ট, কোনো স্বৈরাচারী সরকারকে মাফ করার সুযোগ নেই।
শিলা ইসলাম