
ছবি: সংগৃহীত
গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য এবং ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ছাত্রলীগ দ্বারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে ছাত্র অধিকার পরিষদ। একটি বেসরকারি টেলিভশন চ্যানেলের টকশো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এছাড়া হাসান আল মামুন দাবি করেন, তিনি ২৩ বার মার খেয়েছেন এবং পাঁজরে আঘাত লাগার কারণে এখনও তার রক্তবমি হয়।
টকশো অনুষ্ঠানে তিনি বলেন, '২০১৮ সালে যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু করি, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের আধিপত্যবাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে কোটা সংস্কার আন্দোলন করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল।'
তিনি আরও জানান, ২০১৮ এর কোটা সংস্কার আন্দোলন শুরুর দিকে কেউ আহ্বায়ক হতে চায়নি। পরে তিনি সাহস করে আহ্বায়ক হলে তার ওপর যে অত্যাচার চালানো হয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো না।
এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের তৎকালীন নেতা সাইফুর রহমান সোহাগ, এসএম জাকির হোসেন, মোতাহার হোসেন প্রিন্স ও আবিদ আল হাসান সবাই মিলে নির্যাতন এবং প্রতিনিয়ত ফোন করে তাকে ভয়ভীতি দেখাতেন বলে দাবি করেন তিনি।
গণ অধিকার পরিষদ নেতা হাসান আল মামুন আরও বলেন, ২০১৮ এর কোটা সংস্কার আন্দোলনে ঢাবি ক্যাম্পাসে তাদের উপর সর্বপ্রথম আঘাত আসে ৩০ জুন। ভিপি নুর, ফারুক এবং তিনিসহ অন্যরা লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করতে গেলে ছাত্রলীগ তাদের ওপর হামলা চালায়।
হাসান আল মামুনের দাবি, ভিপি নুরের ওপর হামলা বাইরে সবার সামনে হয়েছে বলে সেটি বেশি কাভারেজ পেয়েছে। আর তার ওপর হামলা একটু পাশের দিকে হয়েছে। তবে তাদের দুজনের ওপরই একই হামলাকারীরা হামলা করেছে বলে জানান তিনি।
সূত্র: https://tinyurl.com/365v9j45
রাকিব