ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

অন্তর্বর্তী সরকারের খুঁটি দুর্বল হয়ে গেছে: আজিজ মিসির সেলিম

প্রকাশিত: ২২:৩৪, ১৭ মার্চ ২০২৫; আপডেট: ২২:৩৮, ১৭ মার্চ ২০২৫

অন্তর্বর্তী সরকারের খুঁটি দুর্বল হয়ে গেছে: আজিজ মিসির সেলিম

ছবি: সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক ছাত্রনেতা প্রকৌশলী আজিজ মিসির সেলিম বলেছেন, সরকারের অন্তর্বর্তীকালীন কাঠামো এখন দুর্বল হয়ে পড়েছে।

সরকারের দুর্বলতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সরকারের নিজস্ব ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। তাই নিজেদের অবস্থান সুসংহত রাখতে ছাত্র সংগঠনসহ বিভিন্ন স্তরে হস্তক্ষেপের প্রয়োজন পড়ছে। অথচ এই সরকার জনগণের চাওয়াগুলো সঠিকভাবে বুঝতে পারছে না।

তিনি আরও বলেন, বড় রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন যত দ্রুত সম্ভব হওয়াই স্বাভাবিক প্রত্যাশা। তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা লাভ সম্ভব। এটি অবাস্তব কোনো প্রত্যাশা নয়। তবে, অতীত অভিজ্ঞতা বলে, ক্ষমতার পালাবদলে জনগণের চাওয়াগুলো উপেক্ষিত হয়েছে। ১৬৬ দফা সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করতে বহু বছর লেগে যাবে, কিন্তু অন্তত ন্যূনতম সংস্কার জরুরি।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির শাসনামলে প্রশাসনিক কাঠামোর তেমন কোনো মৌলিক পরিবর্তন হয়নি। জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকলেও কার্যত তা বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, "নির্বাচিত সরকার ক্ষমতায় এলেও পরবর্তী সময়ে তাদের জনপ্রিয়তা ধরে রাখা কঠিন হয়ে দাঁড়ায়। বর্তমান সরকারের ক্ষেত্রেও তাই হয়েছে। যে সরকার বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিল, সময়ের সাথে তাদের গ্রহণযোগ্যতা কমেছে।"

তিনি আরও বলেন, "যদি ড. ইউনুস দেশের বাইরে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে না পারতেন, তবে বাংলাদেশ ভারতসহ বিভিন্ন দেশের অপপ্রচারের শিকার হতে পারত। আন্তর্জাতিক মহলে তিনি দেশের ভাবমূর্তি রক্ষায় ভূমিকা রেখেছেন। তবে, দেশের অভ্যন্তরে জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে।"

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে এখনো জনগণের মধ্যে হতাশা রয়েছে। তবে, বাণিজ্য মন্ত্রণালয় রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যে উদ্যোগ নিয়েছে, তা সাধুবাদ পাওয়ার যোগ্য। যদি অন্যান্য মন্ত্রণালয়ও এমন উদ্যোগ নিত, তাহলে সরকারের জনপ্রিয়তা ধরে রাখা সম্ভব হতো।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন সেক্টরে দুর্বলতার বিষয়ে সমালোচনা করে তিনি বলেন, সরকারের কার্যক্রম দৃশ্যমান না হওয়ায় জনগণের আস্থা কমে যাচ্ছে। তবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে ড. ইউনুস একটি স্থিতিশীল অবস্থান তৈরি করতে পেরেছেন। জাতিসংঘের মহাসচিবের সাম্প্রতিক সফর এবং রোহিঙ্গাদের নিয়ে ইফতার আয়োজন সরকারের সক্ষমতার বার্তা বহন করে।

আজিজ মিসির সেলিমের মতে, সরকারের গ্রহণযোগ্যতা যদি আগের মতো থাকত, তাহলে রাজনৈতিক দলগুলোর সংস্কারের চাপ এবং নির্বাচন সংক্রান্ত বিতর্ক এতটা প্রবল হতো না।

ভিডিও দেখুন: https://youtu.be/ylX3aozSTdg?si=URIjIeg8D_OAsaxG
 

এম.কে.

×