ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

জেনারেল ইকবাল করিম যা শুরু করেছেন তা কোনো সেনাপ্রধান ইতিপূর্বে করেননি: গোলাম মাওলা রনি

প্রকাশিত: ২২:১৬, ১৭ মার্চ ২০২৫; আপডেট: ২২:১৭, ১৭ মার্চ ২০২৫

জেনারেল ইকবাল করিম যা শুরু করেছেন তা কোনো সেনাপ্রধান ইতিপূর্বে করেননি: গোলাম মাওলা রনি

ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে মন্তব্য করেছেন যে, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার সাম্প্রতিক কার্যকলাপ বেশ সন্দেহজনক।

তিনি প্রশ্ন তুলেছেন, জেনারেল ইকবাল করিম ভূঁইয়া কি শেখ হাসিনার শাসনামলে কোনো বড় ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন? তিনি কি কোনো পাওয়ার প্লান্ট বা সামরিক ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে রাষ্ট্রীয় তদন্ত সংস্থার নজরে আছেন?

গোলাম মাওলা রনি তার পোস্টে উল্লেখ করেন, ইদানীংকালে জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার অস্থির আচরণ, অতিমাত্রায় আত্মপক্ষ সমর্থন এবং শেখ হাসিনা-বিরোধী বক্তব্য অনেকের মনে সন্দেহ তৈরি করছে।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে কোনো সাবেক সেনাপ্রধান এ ধরনের আচরণ করেননি।

তিনি আরও উদাহরণ দিয়ে বলেন, এর আগে হারুন নামের এক সাবেক সেনাপ্রধান ডেসটিনিতে চাকরি নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত কারাভোগ করেছিলেন। তবে তার ক্ষেত্রেও এ ধরনের অস্থিরতা বা প্রকাশ্য প্রতিক্রিয়া দেখা যায়নি। কিন্তু জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার বর্তমান অবস্থান ও বক্তব্য তাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করেন রনি।

গোলাম মাওলা রনির এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

এম.কে.

×