ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

আমি দেখব তুমি কীভাবে পলিটিক্স কর: ফজলুরকে শেখ হাসিনা

প্রকাশিত: ২২:০৪, ১৭ মার্চ ২০২৫; আপডেট: ২২:০৮, ১৭ মার্চ ২০২৫

আমি দেখব তুমি কীভাবে পলিটিক্স কর: ফজলুরকে শেখ হাসিনা

বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান এক সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সেক্রেটারি ও সভাপতির দায়িত্বও পালন করেছেন। বর্তমানে, তিনি বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা।

সম্প্রতি, একটি বেসরকারী টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ,কিশোরগঞ্জের আমাদের যে সাবেক রাষ্ট্রপতি ছিল তার সাথে দ্বন্দ্বের সম্পর্ক থাকার কারণে আপনি যেতে পারেননি, এখন যেতে পারছেন কিনা প্রশ্নের জবাবের ফজলুর বলেন, আসলে এই লোকগুলা কোথায় লুকিয়ে আছে অমি জানি না, মাঝেমাঝে শুনি ওনি নাকি নিকুঞ্জের বাসায় পলাতক রয়েছেন।

ওনার শহরের বাসায়তো আগুন দিয়েছে কিন্তু গ্রামের বাসায় কেউ আগুন দেয়নি আমি সেটা রক্ষা করছি উল্লেখ করে ফজলুর আরো বলেন, ১৯৭১ সালে আমার বাড়ি থেকে হামিদ সাহেবসহ আমরা একসাথে যুদ্ধে গিয়েছি।

হামিদ সাহেবের সাথে  আমার ঘটনাটা ঘটল ১৯৭৫ সালের ১৫ই আগস্ট।

আমি এখন আওয়ামী লীগ করি না উল্লেখ করে তিনি আরো বলেন,আমি ইতিহাসের সত্যিটা বলছি এতে যে যাই মনে করুক।

বাকশাল করার পরে আল্লাহর কাছে তওবা করে রাজনীতি ছেড়ে দিয়েছিলাম।১৫ই আগস্ট যখন আবার শিশু হত্যা, নারী হত্যা শুরু হয়েছিল তখন এটার প্রতিশোধ নেওয়ার জন্য আবার আল্লাহর কাছে মাফ চেয়ে রাজনীতি শুরু করেছিলাম।

সেই হামিদ ভাই, মোস্তাক সাহেবের সময় আমাকে কিশোরগঞ্জে ডেকে এনে আমাদের অস্ত্রগুলা ধরাই দিছে, আমাকে বিপদে ফেলছে ।ওনি নিজে মিছিল করাইছে ।মোস্তাক ভাই এগিয়ে চল আমরা আছি তোমার সাথে।তখন থেকে ওনার সাথে আমার আর মিল হয় নি।

আমি যখন আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেলাম ৯৬ সালে টেলিভিশন নিয়ে পাশ করলাম।

আওয়ামী লীগ থেকে কেন বেরিয়ে গেলেন, উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে ফজলুর বলেন, ৯১ সাল পর্যন্ত আওয়ামী লীগ অধিকার, জাতীয় চার নেতা এমন বিষয়ে কিছুটা একাত্ব ছিল। কিন্তু ৯১ সালে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ভীষণভাবে পরাজিত হল এবং শেখ হাসিনা একটা জিনিস খুঁজে বের করল আমার দলে যেহেতু টাকা ওয়ালা লোক নাই তাই আমি পরাজিত হইছি।বাজার অর্থনীতি নিয়ে আসা শুরু করলো শেখ হাসিনা। ব্রিফকেস ওয়ালা লোকজন আওয়ামী লীগে আসা শুরু করল, আর আমরা পিছনে যাইতে শুরু করলাম।

আমি বের হয়ে গেছি কারণ যেদিন আমি ভোরের কাগজে দেখলাম শেখ হাসিনার ডানে নিজামী বামে সালাউদ্দিন কাদের চৌধুরীকে সাথে নিয়ে বসে আছে একসাথে আন্দোলন করবে, কেয়ারটেকার সরকারের জন্য সংসদের ভিতরে এবং বাহিরে। ওয়ারকিং কমিটিতে কেউ কথা না বলায় বললো তাহলে সিদ্ধান্ত হলো জামায়াতসহ আমরা আন্দোলন করব। আমি উঠে বললাম, আমার একটা কথা আছে। ও কথা বলতে গিয়ে আমি মারাত্নক বিরোধীতা করলাম। আমি আমার আদর্শ বিসর্জন দিয়ে এদের সাথে একতা করব না।

সেদিন শেখ হাসিনা আমাকে বলছিল, তুমি আমার পেটের ছাও, তুমি আমারে ধরে খাইতে চাও, তুমি চাও না আমি পলিটিক্স করি। আমি দেখব কীভাবে তুমি পলিটিক্স কর। সেটাই আমার ভুল ছিল।

ফুয়াদ

×