ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

সাড়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আ. লীগ নেতার আদালতে আত্মসমর্পণ

প্রকাশিত: ২১:৫৩, ১৭ মার্চ ২০২৫

সাড়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আ. লীগ নেতার আদালতে আত্মসমর্পণ

ছবি: সংগৃহীত

কুমিল্লা আইনজীবী সমিতির সাড়ে চার কোটি টাকা অর্থ আত্মসাৎ মামলায় সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা আ. লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু তাহেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেছিলেন।  

আজ সোমবার (১৭ মার্চ) হাইকোর্টের নির্দেশে কুমিল্লা আদালতে আত্মসমর্পণ করেন আ. লীগ নেতা অ্যাডভোকেট আবু তাহের। পরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারপতি মো. মাহবুবুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযোগে জানা যায়, লেজার বইয়ে ওভাররাইটিং, বিভিন্ন অংশে ফ্লুইড ব্যবহার এবং ভুয়া ও দ্বৈত ভাউচার তৈরি করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অভিযুক্ত অ্যাডভোকেট আবু তাহের ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে হিসাবরক্ষক কাজী সুমনকে হাতে নিয়ে মোট ৪ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৭২০ টাকা আত্মসাৎ করেন।

এর আগে ২০২৪ সালের ২৪ নভেম্বর কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা জেলা আইনজীবী সমিতি থেকে অভিযুক্ত অ্যাডভোকেট আবু তাহেরের পদ স্থগিত করা হয়েছিল এবং একই সাথে হিসাবরক্ষক কাজী সুমনকেও বহিষ্কার করা হয়েছিল।

 

সূত্র: https://tinyurl.com/3vur3enp

রাকিব

×