ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বরগুনায় ধর্ষণের শিকার শিক্ষার্থী ও পরে পিতা খুন হওয়া সেই পরিবারের দায়িত্ব নিলেন জামায়াত আমির

প্রকাশিত: ২১:১৯, ১৭ মার্চ ২০২৫; আপডেট: ২১:২৩, ১৭ মার্চ ২০২৫

বরগুনায় ধর্ষণের শিকার শিক্ষার্থী ও পরে পিতা খুন হওয়া সেই পরিবারের দায়িত্ব নিলেন জামায়াত আমির

ছবি: সংগৃহীত

বরগুনায় ৭ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার ও পরে মামলার বাদী (শিক্ষার্থীর বাবা) খুন হওয়া সেই পরিবারের কাছে ছুটে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (১৭ মার্চ) বরগুনা গিয়ে ভুক্তভোগী পরিবারের চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন সকল খরচের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াত আমির।

সকাল ১০টায় বরগুনা শহরের টাউন হল মাঠে আয়োজিত এক পথসভায় এ ঘোষণা দেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, 'আমরা পরিবারটির সঙ্গে থেকে আইনিসহ সকল প্রকার সহযোগিতা করতে চাই।' এসময় মামলাটি দ্রুত বিচার আইনে নিয়ে ৯০ দিনের মধ্যে কার্যক্রম শেষ করারও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ১২ মার্চ ধর্ষণ মামলার তারিখের আগের রাতে বাবা (মামলার বাদী) মন্টু চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। ধর্ষণ মামলার আসামির আত্মীয়রাই মন্টু দাসকে হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এই হত্যার রহস্য এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ।

 

সূত্র: https://tinyurl.com/nh9vv6zt

রাকিব

×