ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও ভাংচুর, মহাসড়ক অবরোধ, ১২ কারখানা ছুটি ঘোষণা

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রকাশিত: ২০:৪৫, ১৭ মার্চ ২০২৫

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও ভাংচুর, মহাসড়ক অবরোধ, ১২ কারখানা ছুটি ঘোষণা

ছ‌বি: সংগৃহীত

গাজীপুরে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে এক পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও ভাংচুর করেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখে। শ্রমিক অসন্তোষের কারণে ভাংচুর এড়াতে আশেপাশের অন্তত ১২টি কারখানা এদিনের জন্য ছুটি ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ। সোমবার মহানগরীর ভোগড়া বাইপাস মোড় এলাকা স্থানীয় আলেমা নীটওয়ার লিমিটেডের শ্রমিকরা এ বিক্ষোভ ও অবরোধ করে।

পুলিশ, আন্দোলনরত শ্রমিক ও স্থানীয়রা জানান, আলেমা নীটওয়ার লিমিটেড (মীম ডিজাইন) কারখানায় তিন শতাধিক শ্রমিক রয়েছে। তারা গত মাসের (ফেব্রুয়ারি) বেতন এখনো পায়নি। এছাড়াও কারখানার কিছু শ্রমিক রয়েছে যারা আগের দুই মাসের বকেয়া বেতন পাওনা রয়েছেন। বেশ কিছুদিন ধরে শ্রমিকরা তাদের বকেয়া বেতন ভাতা পরিশোধের কথা জানিয়ে আসছিল। কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিয়ে তারিখ নির্ধারণ করলেও শ্রমিকদের পাওনাদি পরিশোধ করেনি।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর ফারুক হোসেন ও স্থানীয়রা জানান, সোমবার সকালে শ্রমিকরা মহানগরীর ভোগড়া পেয়ারা বাগান এলাকার ওই কারখানার সামনে জড়ো হয়ে তাদের বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা ভোগড়া বাইপাস মোড় এলাকায় গিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এসময় শ্রমিকরা তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে আশেপাশের বিভিন্ন কারখানায় গিয়ে শ্রমিকদের বের করে আনার চেষ্টা চালায় এবং ইটপাটকেল ছুঁড়ে দরজা জানালার কাঁচ ভাংচুর করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়ক দু’টিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়কের উপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা অবরোধ প্রত্যাহার না করায় আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দিয়ে প্রায় দুই ঘন্টা পর ওই মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।  

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, শ্রমিক অসন্তোষের কারণে ভাংচুর এড়াতে আশপাশের রোয়া ফ্যাশন লিমিটেড, ম্যস্টেট ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেড, ক্লোসাস অ্যাপারেলস লিমিটেড, রোজ সোয়েটার লিমিটেড, স্কয়ার ফ্যাশন লিমিটেড, ফারদার ফ্যাশন লিমিটেডসহ অন্তত ১২টি কারখানা এদিনের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আবীর

×