
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিয়ে করেছেন।
আজ সোমবার (১৭ মার্চ) তিনি তার নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান রাফি।
রাফি তার স্ট্যাটাসে উল্লেখ করেন, আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য।’ তবে তার নববধূর পরিচয় এখনো প্রকাশ করেননি।
এদিকে তার বিয়ের খবর প্রকাশের পর বন্ধু, সহযোদ্ধা এবং অনুসারীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
সারজিস আলম তালাতকে উদ্দেশ্য করে লিখেন,অভ্যুত্থানের বিপ্লবী যোদ্ধাকে নতুন বিপ্লব ঘটানোর জন্য বিপ্লবী অভিনন্দন।
তাশরিফ খান লিখেন, ভালোবাসা নিস রাফি! আমার মনে পড়ছে ব/ন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো সেই রফির কথা। আজকে তোর নতুন অধ্যায়ে শুভকামনা থাকলো অনেক।দেশের দায়িত্ব টা সবসময় কাঁধে রাখিস। আমি, আমরা সবাই আছি ইনশাআল্লাহ। অনেক দোয়া থাকলো।
সুমি নামে একজন লিখেন, দোয়া রইল ভাই ভাবি কে নিয়ে সুখে থাকো সবসময়।
ফুয়াদ