ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ফরিদপুর মহানগর ও জেলা জাতীয়তাবাদী মহিলা দলের শোকসভা অনুষ্ঠিত 

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ১৯:৫৯, ১৭ মার্চ ২০২৫; আপডেট: ২০:০২, ১৭ মার্চ ২০২৫

ফরিদপুর মহানগর ও জেলা জাতীয়তাবাদী মহিলা দলের শোকসভা অনুষ্ঠিত 

ছ‌বি: সংগৃহীত

ধর্ষণের শিকার ‌ শিশু কন্যা ‌আছিয়া হত্যার বিচারের দাবিতে শোকসভা করেছে ফরিদপুর জেলা ও মহানগর জাতীয়তাবাদী মহিলা দল। আজ সোমবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে উক্ত কর্মসূচি পালন করে তারা।

মহানগর মহিলা দলের সভাপতি রোকসানা পারভীন পাপিয়ার সভাপতিত্বে
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আলম, জেলা মহিলা দলের যুগ্ম সাধারন সম্পাদক শামীমা নাসরিন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক লুবনা জাহান, মহানগর মহিলা দলের ‌ সাধারণ সম্পাদিকা ‌শিল্পী আক্তার, কোতোয়ালি থানা মহিলা দলের সভাপতি সেলিনা জাহান, মহিলা দলের যুগ্ম সম্পাদক শামিমা নাসরিনসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন বর্তমান সরকারকে অবিলম্বে আছিয়ার ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, প্রকাশ্যে পাথর মেরে ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ ঘটনাগুলো ক্রমেই বেড়ে চলছে। বর্তমানে নারীরা রাস্তাঘাটে স্বাধীনভাবে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারছে না। বর্তমান সরকারকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি দেয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেবার দাবি জানানো হয়।

আবীর

×