ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ১৯:৫৯, ১৭ মার্চ ২০২৫; আপডেট: ১৯:৫৯, ১৭ মার্চ ২০২৫

নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

ছবি: সংগৃহীত

নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) বেলা ১২টার দিকে কলেজটির শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সদর হাসপাতালের সামনে এবং সর্বস্তরের জেলাবাসীর অংশগ্রহণে প্রেসক্লাবের সামনের সড়কে এসব বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, দুপুর ১২টার দিকে নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা সদর হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। পরে তারা বিক্ষোভ মিছিল সহকারে প্রধান প্রধান সড়ক ও অস্থায়ী ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন চিকিৎসক মাজহারুল আমিন, রামহান ইসলাম, মারুফুল হক শাম্মী, শিক্ষার্থী জামিল ইমতিয়াজ, নিশাত হাসান ইমন প্রমুখ। কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকগণ এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অন্যদিকে ‘জেলার সর্বস্তরের জনগণ ব্যানারে নাগরিক সমাজের আরেকটি পক্ষ প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ মানববন্ধন করেন। বেলা ১২টার দিকে জাতীয় নাগরিক পার্টির সংগঠক প্রীতম সোহাগের পরিচালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ফখরুল হাসান, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী, সাংবাদিক কামাল হোসাইন, উদীচী কর্মী পল্লব চক্রবর্তী, মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আজিজুল হাকিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শেখ হাসনাত, সংগঠক মিনহাজ সোহেল, ফজলে রাব্বী, সাইফুর রহমান, হাফিজা আক্তার প্রমুখ।

বক্তারা এসময় বলেন, ২০১৯ সালে ৫০ জন শিক্ষার্থী নিয়ে নেত্রকোনা মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীর সংখ্যা ৩৭৯। সদর হাসপাতালের একটি ভবনে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন হওয়ায় অন্যান্য মেডিকেল কলেজের মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকলেও এখানকার শিক্ষার গুণগত মান ভালো বলে দাবি করেন শিক্ষার্থীরা।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মানহীন ট্যাগ দিয়ে দেশের ৬টি মেডিকেল কলেজ বন্ধ করে দেয়ার যে গুঞ্জন শুরু হয়েছে, তাতে নেত্রকোনা মেডিকেল কলেজেরও নাম রয়েছে। এটি বন্ধ করা কোনোভাবেই উচিত হবে না। এতে করে জেলার একটি উন্নয়ন পদক্ষেপ ব্যাহত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে। বক্তারা দ্রুত কলেজটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ সুযোগ-সুবিধা বৃদ্ধিরও আহ্বান জানান।

সঞ্জয়/রাকিব

×